বেশ কয়েক বছর আগেই প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতা, বিধায়ক হিরণের। বিচ্ছেদের পর খড়্গপুরে বেশিরভাগ সময় কাটান অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়ে। অভিনয় জগৎ থেকে এখন অনেকটাই দূরে তিনি। বরং রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাঁকে।
তবে অনেকদিন ধরেই হিরণের জীবনে নতুন অধ্যায় শুরুর গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার এই গুঞ্জনে সিলমোহর দিলেন তিনি নিজেই। দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ। বেনারসে গিয়ে বিয়ে সেরেছেন তিনি। পাত্রীর নাম ঋত্বিকা গিরি। পেশায় মডেল তিনি। নিজেই সমাজমাধ্যমে ঋত্বিকার সঙ্গে বিয়ের ছবি ভাগ করেছিলেন হিরণ। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্ট মুছে দেন তিনি।

প্রথম বিয়ের বিচ্ছেদের কারণ হিসেবে শোনা গিয়েছিল, এক তৃতীয় ব্যক্তির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন হিরণ এবং অনিন্দিতা। অভিনেতা-রাজনীতিবিদের সঙ্গে সম্পর্ক রাখেন না তাঁদের একমাত্র মেয়েও। অবশ্য তাঁর বিবাহবিচ্ছেদের সময় শোনা গিয়েছিল, খড়্গপুরে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিজেপির এই বিধায়ক। যদিও এই বিষয়ে মুখ খোলেননি অনিন্দিতা।
প্রসঙ্গত, ২০২০ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। এক সময় টলিউডের জনপ্রিয় অভিনেতা হলেও রাজনীতিতে যোগদানের পর থেকে টলিউড থেকে সরে আসেন তিনি। তবে গত বছর শোনা গিয়েছিল আবার বেশ কয়েক বছরের বিরতি নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন হিরন চট্টোপাধ্যায়। টলিউডের অন্দরের খবর, পরিচালক নেহাল দত্তর পরিচালনায় হিরণ চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার জুটিকে বড়পর্দায় দেখতে চলেছেন দর্শক। এমনকী হয়ে গিয়েছে ছবির শুটিংও।
রাজনীতিতে যোগদানের পর থেকে কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলেন অভিনেতা, যদিও ঘাটালে দেবের বিপরীতে দাঁড়ালেও পরাজিত হন হিরণ। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আসে নানা বদল। যদিও ছবির নাম কী বা গল্পের বিষয় এখনও জানা যায়নি। একসময় চুটিয়ে জুটি বেঁধে অভিনয় করেছেন হিরণ চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার। 'জামাই ৪২০', 'জামাই বরণ', 'জিও পাগলা', 'লে হালুয়া'-র মত একাধিক ছবিতে জুটি বাঁধতে দেখা গেছে হিরণ ও পায়েলকে। এরপর নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেন হিরণ চট্টোপাধ্যায়। যেখান থেকে 'মেহের আলী' নামক একটি ছবি মুক্তি পায়। মুখ্য চরিত্রে ছিলেন হিরণ, সঙ্গে ছিলেন পায়েল। তবে টলিউডে মেনস্ট্রিম ছবি কমে যাওয়ার পর থেকে এই জুটিকে তেমনভাবে আর দেখা যায়নি। বহু বছর পর আবার দর্শক দেখতে চলেছেন এই জুটিকে বড়পর্দায়। তবে সেই আগের মতো চরিত্রেই দেখা যাবে তাঁদের নাকি সময় বদলানোর কারণে এই ছবিতে নতুন ভাবে দেখা যাবে হিরণ ও পায়েলকে, সেটাই এখন দেখার অপেক্ষা।
