১৯৯৭ সালের বলিউডের আইকনিক ছবি ‘বর্ডার’-এর মনমাতানো সব গানের গীতিকার জাভেদ আখতার জানালেন, আসন্ন ‘বর্ডার ২’-এর নির্মাতারা তাঁকে নতুন ছবিতে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব তিনি সাফ প্রত্যাখ্যান করেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদের স্পষ্ট মন্তব্য, এই প্রবণতা তাঁর কাছে “এক ধরনের সৃজনশীল দেউলিয়াপনা।”
ইতিমধ্যেই ‘বর্ডার ২’-এর একাধিক গান প্রকাশ্যে এসেছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই সেসব পুরনো ‘বর্ডার’-এর গানকে নতুন করে সাজানো সংস্করণ। সোশ্যাল মিডিয়ার একাংশে দাবি উঠেছিল, আগের ছবির সঙ্গে যুক্ত জাভেদ আখতার ও সুরকার অনু মালিক দু’জনকেই নতুন ছবিতে রাখা হোক। উল্লেখ্য, ‘বর্ডার’-এর সঙ্গীত পরিচালনা করেছিলেন অনু মালিক।
এই প্রসঙ্গে জাভেদ আখতার বলেন,“ওরা আমাকে এই ছবিতেও গান লেখার জন্য বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি। আমার সত্যিই মনে হয়, এটা এক ধরনের বৌদ্ধিক ও সৃজনশীল দেউলিয়াপনা। একটা পুরনো গান জনপ্রিয় হয়েছে বলে সেটাকেই আবার সামান্য ঘষামাজা করে ফিরিয়ে আনতে হবে কেন? নতুন গান বানান, না হলে মেনে নিন আপনি আর সেই স্তরের কাজ করতে পারবেন না।”
গান রিমেক করার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান গীতিকার। তাঁর কথায়, নতুন ছবি বানানো সম্ভব হলে নতুন গান তৈরি করাও সম্ভব।
“যা হয়ে গেছে, তাকে সেখানেই থাকতে দিন না। আবার সেটাকে নতুন করে টানার দরকার কী? আমাদের আগেও একটা ছবি ছিল, ‘হকিকত’ (১৯৬৪)। সেই ছবির গানগুলো কোনও অংশে সাধারণ ছিল না। ‘কর চলে হম ফিদা’ হোক বা ‘ম্যায় ইয়ে সোচ কর উসকে দর সে উঠা থা’ সবই অসাধারণ। তবু আমরা সেগুলো ব্যবহার করিনি। আমরা একেবারে নতুন গান লিখেছিলাম, আলাদা সুর তৈরি করেছিলাম, আর মানুষ সেটাও ভালবেসেছিল। আপনি আবার ছবি বানাচ্ছেন, তাই নতুন গান বানান। অতীতের উপর ভরসা করছেন কেন? এতে একরকম স্বীকার করে নেওয়া হচ্ছে যে আমরা আর পারছি না। তাই অতীত গৌরব নিয়েই বাঁচব,” বলেন জাভেদ।
২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম ‘বর্ডার ২’। অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে আবারও মুখ্য ভূমিকায় ফিরছেন সানি দেওল। তাঁর সঙ্গে শত্রু দেশের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টি। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ থেকে অনুপ্রাণিত এই ছবি।
গুলশন কুমার ও টি-সিরিজ, জে পি দত্তের জে পি ফিল্মসের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘বর্ডার ২’। আগামী বছর প্রজাতন্ত্র দিবসের আগেই, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিং, মেধা রানা, দিলজিৎ দোসাঞ্জ ও সোনম বাজওয়া।
