সৌদি আরবের রিয়াদে আয়োজিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এ উপস্থিত ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় হান্দে আনমনে মঞ্চের দিকে ফোনে ভিডিও করছেন। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ।

 


ভিডিওটি ছড়িয়ে পড়তেই শাহরুখ-ভক্তরা দাবি করতে থাকেন যে, খোদ তুর্কি সুন্দরীও কি তবে কিং খানের ‘জাবরা ফ্যান’? অনেকেই বলতে শুরু করেন, লুকিয়ে শাহরুখের ভিডিও রেকর্ড করছেন হান্দে। কিন্তু এই জল্পনায় জল ঢেলে দেয় একটি স্ক্রিনশট, যা হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরি বলে দাবি করা হচ্ছে। সেখানে নাকি অভিনেত্রী লিখেছেন, 'এই কাকুটা কে? আমি তো আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি ওর (শাহরুখের) ভক্ত নই। দয়া করে ভুল খবর ছড়ানো বন্ধ করুন।'

 

এই পোস্ট ছড়িয়ে পড়তেই এক লহমায় বদলে যায় পুরো চিত্রনাট্য। শাহরুখের মতো তারকাকে ‘কাকু’ সম্বোধন এবং তাকে চিনতে না পারার কথা বলায় ক্ষোভে ফেটে পড়েছেন 'বাদশা'র অনুরাগীরা। তবে বিষয়টি কি সত্যিই তাই? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?


এদিকে দেখা যাচ্ছে, হান্দে এরচেলের প্রোফাইলে বর্তমানে এই ধরনের কোনও স্টোরি নেই। অনেক নেটিজেন এবং শাহরুখ অনুরাগীদের দাবি, এই স্ক্রিনশটটি সম্পূর্ণ জাল বা এআই দিয়ে তৈরি করা। তাদের মতে, শাহরুখের ভাবমূর্তি নষ্ট করার জন্যই একদল মানুষ এই ভুয়ো তথ্য ছড়াচ্ছে। 

 

অন্যদিকে, ভিডিওটিতে দেখা যাচ্ছে শাহরুখের পাশে মিশরের অভিনেত্রী আমিনা খলিলও দাঁড়িয়ে ছিলেন। হান্দের দাবি অনুযায়ী (যদি সেই স্টোরি সত্যি হয়), তিনি হয়তো সত্যিই তাঁর বান্ধবীকেই ক্যামেরাবন্দি করছিলেন।

 

মজার বিষয় হল, এর আগে বেশ কয়েকবার হান্দে এরচেল ভারতীয় ছবির প্রতি তাঁর ভাললাগার কথা জানিয়েছিলেন। এমনকী বলিউডে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। সেই জায়গা থেকে শাহরুখকে চিনতে না পারাটা কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।

 

বর্তমানে শাহরুখ খান ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে। যেখানে তাঁকে দেখা যাবে মেয়ে সুহানা খানের সঙ্গে। অন্যদিকে, হান্দে এরচেল তুরস্কের অন্যতম জনপ্রিয় মুখ। এই দুই তারকার অজান্তেই সোশ্যাল মিডিয়ার যুদ্ধে আপাতত সরগরম বিনোদন দুনিয়া। এই মন্তব্যটি সত্যি হান্দের কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, বিতর্কের আগুন যে বেশ ছড়িয়েছে তা বলাই বাহুল্য।