যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তাহলে সবার আগে আপনাকে হিসেব করে নিতে হবে। এখান থেকে যদি বিনিয়োগের পথে যেতে পারেন তাহলে ভাল লাভের আশা থাকে।
2
9
এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড সাত বছরে আপনাকে দেবে ২১.৬৬ শতাংশ রিটার্ন। এখানে এইউএম রয়ছে ৯৬ হাজার ২৯৫ কোটি টাকা। নিফটির সঙ্গে সরাসরি যোগ রয়েছে।
3
9
কোয়ান্ট ফ্লেক্সিক্যাপ ফান্ড সাত বছরে দেবে ২০.৮৪ শতাংশ রিটার্ন। এখানে এইউএম রয়েছে ৬৭০০ কোটি টাকা। এর সঙ্গেও নিফটির সরাসরি যোগ রয়েছে।
4
9
সাত বছরের বিনিয়োগে পরাগ পারিখ ফ্লেক্সিক্যাপ ফান্ড আপনাকে দেবে ১৯.৬৪ শতাংশ সুদ। এখানে এইউএম রয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩০৯ টাকা। নিফটির সঙ্গে এরও সরাসরি যোগ রয়েছে।
5
9
সাত বছরের বিনিয়োগে জেএম ফেক্সিক্যাপ ফান্ডে দেবে ১৮.৫৩ শতাংশ সুদ। এখানে এইউএম রয়েছে ৫ হাজার ৪৬৩ টাকা। এখানে যোগাযোগ রয়েছে বিএসই-র সঙ্গে।
6
9
সাত বছরের বিনিয়োগে পিজিআইএম ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড আপনাকে দেবে ১৪.৯০ শতাংশ সুদ। এখানে এইউএম রয়েছে ৬ হাজার ২৬৮ কোটি টাকা। নিফটির সঙ্গে সরাসরি যোগ রয়েছে এখানে।
7
9
এখানে বিনিয়োগ করলেই সেখান থেকে ভাল সুদ পাবেন। তবে এগুলি বাজার ঝুঁকি থাকে। ফলে সেখানে বিনিয়োগের আগে ভাল করে খবর করে নেবেন। তাহলেই নিশ্চিত হতে পারবেন।
8
9
বাজারের হাল ধরতে হলে মিউচুয়াল ফান্ডের বিকল্প নেই। দ্রুত নিজের টাকা আনতে হলে এখানে প্রচুর বিনিয়োগ হয়ে থাকে। তবে বিনিয়োগ করতে হবে সাবধানে। নাহলে লোকসানের মুখ দেখতে হতে পারে।
9
9
যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন তার বাজার দর নিয়ে আগে থেকে সমস্ত তথ্য জেনে নেবেন। তাহলেই বিনিয়োগের পর ঠকতে হবে না। নাহলে বিনিয়োগের অর্থ লোকসানের ঘরে চলে যেতে পারে।