বাড়ি ফিরেছিলেন কিছুদিন আগে তবে হঠাৎই আবার অসুস্থ! পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর দ্রুত চিকিৎসার জন্য শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করালেন চিকিৎসকরা।
বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙেছিল প্রবীণ পরিচালকের। অপারেশনের পর ৩ মে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র পরিচালক।

তাঁর পরিচর্যার জন্য ২৪ ঘণ্টা আয়াও রাখা হয়েছিল। আজ এস এস কে এম-এর আউটডোরে অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক মুকুল ভট্টাচার্য্য পরিচালককে দেখেন এবং দ্রুত চিকিৎসার জন্য তাঁকে পি এম আর বিভাগে ভর্তি করার পরামর্শ দেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে।
এদিনও অসুস্থ পরিচালককে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে আসেন তাঁর সহকারী
অর্ঘ্য মুখোপাধ্যায়।

উৎপলেন্দু চক্রবর্তীর স্বাস্থ্য সম্পর্কে তিনি জানালেন, বাড়িতে ওষুধপত্র সব উপদেশ ঠিকমতো পালন করা হলেও তাঁকে হাঁটানো, চেয়ার এ বসিয়ে রাখা, এইসব বাড়িতে করানো সম্ভব হচ্ছিল না। এস এস কে এম-এর অধিকর্তা মণিময় বন্দোপাধ্যায় এবং ডেপুটি সুপার জিয়াউল মুস্তফার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ৯ এপ্রিলের মতো এদিনও তাঁরা যেভাবে পাশে থেকেছেন তার জন্য কৃতজ্ঞতা জানালেন অর্ঘ্য। এখন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন উৎপলেন্দু বাবু সেই প্রতীক্ষাই করছি।"

আটের দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো বহু চর্চিত ছবি পরিচালনা করেছেন পরিচালক। কিন্তু এখন আর সেভাবে তাঁর খোঁজ রাখেননা বাংলা ছবির জগতের কেউই।পরিচালকের আরও এক পরিচয় তিনি পরিচালক শতরূপা সান্যালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা। যদিও উৎপলেন্দুর সঙ্গে বহু বছর তাঁর পরিবারের সদস্যদের কোনও যোগাযোগ নেই।