সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি ইউটিউবে হঠাৎ ছড়িয়ে পড়ে এক ছবির ঝলক— গুরু নানকের বায়োপিক। এবং তাতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল আমির খান-কে! স্বভাবতই আমিরকে দেখে অবাক হয়ে যান নেটিজেনরা। প্রশ্ন উঠতে শুরু করে, অভিনেতা কি সত্যিই ‘গুরু নানক’-এর চরিত্রে এবার পর্দায় হাজির হচ্ছেন? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির আঙিনা — সব জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে এই খবর। জল্পনা, ফিসফাসের পাশাপাশি শুরু হয় বিতর্ক-ও।
বিতর্ক যখন চরমে, তখন আমির খানের তরফে বিষয়টি পরিষ্কার করা হয়। তাঁর মুখপাত্রের মাধ্যমে এক বিবৃতিতে বলা হয় -“এটা সম্পূর্ণ ভুয়ো খবর এবং এই ছবির ঝলকের ভিডিওর গোটাটাই এআই দ্বারা তৈরি। আমির খানের সঙ্গে এই প্রকল্পের কোনও সম্পর্ক নেই। গুরু নানকের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমির এবং তিনি এমন কোনও কাজ কখনও করবেন না যা কোনও ধর্মের অবমাননা হতে পারে।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by MOVIE DEKHO (@movie_dekho_4u)
প্রসঙ্গত, ছবির সেই টিজারটি এমন এক চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল, যার টি সিরিজ প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও সম্পর্কই ছিল না। তবুও, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কীভাবে?
অন্যদিকে, এই টিজারটি নিয়ে রাজনৈতিক মহলেও উত্তেজনা সৃষ্টি হয়। পাঞ্জাবের বিজেপি নেতা প্রীতপাল সিং বালিওয়াল সরাসরি দাবি করেন, “এটা শিখ সম্প্রদায়কে উস্কানি দেওয়ার একটা কৌশল। মুসলিম অভিনেতাকে শিখ ধর্মগুরুর ভূমিকায় উপস্থাপন করা হচ্ছে, যা একেবারে গ্রহণযোগ্য নয়!” তিনি লিখিত অভিযোগ করেছেন, এবং পাঞ্জাব পুলিশ ও সাইবার সেলের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। এরপরেই প্রশ্ন উঠেছে, এর থেকেই পরিষ্কার যে এই ভিডিওটি ছিল একেবারে পরিকল্পিত— কিন্তু কেন? উত্তর এখনও অজানা।