নিজস্ব সংবাদদাতা: দুলাল দে পরিচালিত ছবি 'অরণ্যের প্রাচীন প্রবাদ'-এ গোয়েন্দা চরিত্রে হাতেখড়ি অভিনেতা জিতু কমল। দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন গায়ক শিলাজিৎ মজুমদার। চিকিৎসকের চরিত্রে সুহোত্র মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে রাফিয়াত রসিদ মিথিলা। জে এস এম এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন কলাকুশলীরা। সঙ্গে এই ছবির পাশে দাঁড়ালের বাংলা ছবির অন্যান্য তারকারাও।
এদিন ছবির প্রিমিয়ারে ব্যস্ত পরিচালককে দেখা গেল তারকাদের সাদর আমন্ত্রণ জানাতে। ব্যস্ততার মাঝেই প্রথম ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে তিনি জানান, এই ছবি তাঁর কাছে স্বপ্ন। আর দর্শক ছবি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানালে তবেই হবে স্বপ্ন পূরণ।
প্রথমবার গোয়েন্দা চরিত্রে নিজেকে বড় পর্দায় দেখতে চলেছেন একটু কি ভয় করছে? একটু হেসে জিতু কমল বলেন, "না, ভয়টা রেজাল্ট বেরোনোর সময় হয়না। পরীক্ষা দেওয়ার সময় হয়। শুটিংয়ে একটু ভয় পেয়েছিলাম নতুন চরিত্রে অভিনয় করতে গিয়ে।" ছবিতে অনেকের সঙ্গেই প্রথম কাজ, শুটিং করার পর কার সঙ্গে ভবিষ্যতে কাজের ইচ্ছেটা বেড়ে গিয়েছে? জিতুর কথায়, "শিলাজিৎদার সঙ্গে আবারও কাজ করতে চাই। বাকিটা পরিচালকদের হাতে।"
অন্যান্য থ্রিলার ছবির থেকে এই ছবি কেন আলাদা হবে দর্শকের কাছে? শিলাজিতের কথায়, "এই ছবিতে থ্রিলার থাকলেও এর পটভূমিতে প্রেমও রয়েছে। ভরপুর মশলাদার বাংলা ছবির বলতে যা বোঝায়, এটা তাই। দুলালের (দুলাল দে) কাজ প্রথম শুনেই রাজি হই। আমার মনে হয় এই ছবিটা দর্শকের মনের কাছাকাছি পৌঁছবে।"
সহকর্মী, পুরনো বন্ধুর ডাক ফেরাতে পারেননি টলিপাড়ার তারকা থেকে শুরু করে রাজনৈতিক মহলের সদস্যরাও। এদিন উপস্থিত ছিলেন বিদ্যুৎ, যুব ও ক্রিয়া মন্ত্রী অরুপ বিশ্বাস। তাঁর কথায়, "বাংলা ছবিতে আবার গোয়েন্দা গল্প। উপরি পাওয়া দুলাল দের ছবি। আশাকরি দর্শকের ভাল লাগবে।"
এদিন ছবির প্রিমিয়ারে ব্যস্ত পরিচালককে দেখা গেল তারকাদের সাদর আমন্ত্রণ জানাতে। ব্যস্ততার মাঝেই প্রথম ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে তিনি জানান, এই ছবি তাঁর কাছে স্বপ্ন। আর দর্শক ছবি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানালে তবেই হবে স্বপ্ন পূরণ।
প্রথমবার গোয়েন্দা চরিত্রে নিজেকে বড় পর্দায় দেখতে চলেছেন একটু কি ভয় করছে? একটু হেসে জিতু কমল বলেন, "না, ভয়টা রেজাল্ট বেরোনোর সময় হয়না। পরীক্ষা দেওয়ার সময় হয়। শুটিংয়ে একটু ভয় পেয়েছিলাম নতুন চরিত্রে অভিনয় করতে গিয়ে।" ছবিতে অনেকের সঙ্গেই প্রথম কাজ, শুটিং করার পর কার সঙ্গে ভবিষ্যতে কাজের ইচ্ছেটা বেড়ে গিয়েছে? জিতুর কথায়, "শিলাজিৎদার সঙ্গে আবারও কাজ করতে চাই। বাকিটা পরিচালকদের হাতে।"
অন্যান্য থ্রিলার ছবির থেকে এই ছবি কেন আলাদা হবে দর্শকের কাছে? শিলাজিতের কথায়, "এই ছবিতে থ্রিলার থাকলেও এর পটভূমিতে প্রেমও রয়েছে। ভরপুর মশলাদার বাংলা ছবির বলতে যা বোঝায়, এটা তাই। দুলালের (দুলাল দে) কাজ প্রথম শুনেই রাজি হই। আমার মনে হয় এই ছবিটা দর্শকের মনের কাছাকাছি পৌঁছবে।"
সহকর্মী, পুরনো বন্ধুর ডাক ফেরাতে পারেননি টলিপাড়ার তারকা থেকে শুরু করে রাজনৈতিক মহলের সদস্যরাও। এদিন উপস্থিত ছিলেন বিদ্যুৎ, যুব ও ক্রিয়া মন্ত্রী অরুপ বিশ্বাস। তাঁর কথায়, "বাংলা ছবিতে আবার গোয়েন্দা গল্প। উপরি পাওয়া দুলাল দের ছবি। আশাকরি দর্শকের ভাল লাগবে।"
