সংবাদ সংস্থা মুম্বই: ফের নাটকীয় মোড় গোবিন্দার দাম্পত্য জীবনে! গোবিন্দা-সুনীতা—বলিউডের অন্যতম আলোচিত জুটি। চলতি বছরের শুরুতেই বলিপাড়ায় জোর গুঞ্জন ছড়ায়, ৩৮ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন তাঁরা! শুরু হয় নানান মুখরোচক আলোচনা। তবে এবার তাতে জল ঢেলে এবার সরাসরি মুখ খুললেন সুনীতা আহুজা।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা সাফ বললেন — “এই ধরনের গুজবে কান দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করবেন সত্যিটা আদৌ জানেন তো? কেউ একটা কিছু বলল, আর সবাই মেনে নিল—এটা ঠিক নয়। যেদিন সত্যি কিছু ঘটবে, আমিই প্রথম প্রকাশ্যে জানাব। কিন্তু আমার বিশ্বাস, ঈশ্বর আমার সংসার কখনও ভাঙতে দেবেন না।”

 

সত্যিই কি গোবিন্দর সঙ্গে তাঁর দাম্পত্য আলাদা হওয়ার সম্ভাবনা আছে? সুনীতার ঝটিতি জবাব, “আমি বিশ্বাস করি না গোবিন্দা কখনও আমাকে ছেড়ে যেতে পারে, আমিও পারি না ওকে ছেড়ে থাকতে। ওর পরিবারই ওর পৃথিবী। আর কোনও তুচ্ছ মানুষ অথবা কোনও ফালতু, বোকা মেয়ের জন্য ও তার পরিবারকে ছেড়ে যাবে—এটা ভাবাটাই হাস্যকর।”

 

প্রসঙ্গত, সুনীতার সঙ্গে গোবিন্দার সম্পর্ক শুরু হয়েছিল বলিউডে 'হিরো নম্বর ওয়ান'-এর উত্থানের আগেই। গোবিন্দা তখন কলেজের ফাইনাল ইয়ারে, সুনীতা ক্লাস নাইনে। সুনীতা থাকতেন তাঁর দিদির বাড়িতে। প্রথমদিকে ছিল ঠোকাঠুকি, পরে ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। ১৯৮৬ সালে তাঁরা গোপনে বিয়ে করেন। গোবিন্দা তখনও বলিউডে পা রাখেননি। সেই বিয়ের কথা চেপে গিয়েছিলেন চার বছর! এখন তাঁদের দুটি সন্তান—যশবর্ধন আহুজা ও টিনা আহুজা। উল্লেখ্য, বলিউডে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন গোবিন্দা-পুত্র। চলতি বছরেই সে খবর প্রকাশ্যে এসেছে।