টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
স্ত্রীর হয়ে ক্ষমা চাইলেন গোবিন্দা
গোবিন্দা সম্প্রতি তাঁর স্ত্রী সুনীতা আহুজার করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। পরিবারের পুরোহিতের বিরুদ্ধে করা সেই মন্তব্য নিয়ে সমালোচনার পর গোবিন্দা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি তাঁদের পুরোহিতের দক্ষতা এবং পরিবারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন।
সেই ভিডিওয় গোবিন্দা বলেন, “আমার স্ত্রী একটি পডকাস্টে পণ্ডিত মুকেশ শুক্লা সম্পর্কে কিছু অনুচিত মন্তব্য করেছেন, এবং আমি সেই বক্তব্যের কঠোর নিন্দা জানাচ্ছি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পণ্ডিত মুকেশ শুক্লা এবং তাঁর পরিবার আমার কঠিন সময়ে পাশে ছিলেন, এবং আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি।”
সুনীতা এক সাক্ষাৎকারে ‘ভণ্ড’ গুরুদের নিয়ে নিজের মতামত প্রকাশ করছিলেন। তখনই তিনি বলে ওঠেন, “এরকম একজন আমাদের বাড়িতেও আছেন!”
এখানেই থামেন না গোবিন্দা-পত্নী। তিনি আরও বলেন, “উনি গোবিন্দার পুরোহিত। একদম ভুয়ো। তিনি সবসময় নতুন নতুন পূজার পরামর্শ দেন। আর টাকাও নেন। বলেন, ‘এই পূজা করাও, দু’লাখ দাও!’ আমি তাঁকে বারবার বলেছি, নিজের পুজো করুন, কারণ আপনার পুজো গোবিন্দার কোনও উপকার করবে না। আমি এমন তথাকথিত পুজোর জন্য দু’লাখ বা ১০ লাখ খরচ করতে বিশ্বাস করি না।”
এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়, এবং গোবিন্দা তাঁর স্ত্রী সুনীতার মন্তব্য থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে নেন।
ফ্ল্যাট বিক্রি করে দিলেন অমিতাভ
অমিতাভ বচ্চন সম্প্রতি মুম্বইয়ের গোরেগাঁও অঞ্চলে তাঁর দু’টি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। সিআরই মেট্রিক্সের হাতে পাওয়া সম্পত্তি নথি অনুযায়ী, বিক্রয়মূল্য দাঁড়িয়েছে মোট ১২ কোটি। এই দু’টি ফ্ল্যাট তিনি ২০১২ সালে ৮.১২ কোটি টাকায় কিনেছিলেন। অর্থাৎ, প্রায় ১৩ বছরে অমিতাভ প্রায় ৪৭ শতাংশ লাভ করেছেন এই বিনিয়োগে।
নথি অনুসারে, দু’টি ফ্ল্যাটই মুম্বইয়ের গোরেগাঁও ইস্টের ওবেরয় এক্সকুইজিট টাওয়ারের ৪৭তম তলায় অবস্থিত। উভয় ফ্ল্যাট একসঙ্গে বিক্রি করা হয়েছে, এবং এর সঙ্গে রয়েছে মোট চারটি গাড়ি পার্কিং স্পেস।
প্রথম লেনদেনে, ১,৮২০ বর্গফুটের একটি ফ্ল্যাট আশা ঈশ্বর শুক্লার কাছে ছ’কোটি টাকায় বিক্রি হয়েছে। এক্ষেত্রে ৩০ লাখ স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রেজিস্ট্রেশন ফি প্রদান করা হয়েছে।
দ্বিতীয় লেনদেনে, একই আকারের আরেকটি ফ্ল্যাট মমতা সুরজদেব শুক্লার কাছে ছ’কোটি টাকায় বিক্রি হয়েছে। একই স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জ-সহ।
‘বর্ডার ২’-এ চমক দিলেন বরুণ
বলিউডের বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘বর্ডার ২’ অবশেষে মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। ছবিটি আগামী বছরের ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
ছবির নির্মাতারা সম্প্রতি বরুণ ধাওয়ানের প্রথম লুক প্রকাশ্যে এনেছেন। যেখানে অভিনেতাকে এক দৃঢ় এনং উদ্যমী সৈনিকের চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর মুখে গাম্ভীর্য, চোখে দৃঢ় সংকল্প — এক ঝলকে দেশরক্ষার অঙ্গীকার যেন ফুটে উঠেছে।
প্রথম লুকটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নির্মাতারা লিখেছেন, ‘বর্ডার ওর কর্তব্য, আর ভারত ওর ভালবাসা!’
