নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিক শুরু হওয়ার মাস ঘুরতে না ঘুরতেই ঘোর বিপদের মুখে নায়ক। জি বাংলার 'পুবের ময়না' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা গৌরব রায় চৌধুরীকে। তাঁর বিপরীতে দেখা যাবে ঐশানি দেকে। কিন্তু ধারাবাহিক শুরুর মুখেই বিপদের পড়েন নায়ক। পায়ে পান গুরুতর চোট। সোশ্যাল মিডিয়ায় নিজের আহত হওয়ার ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

কী করে ঘটলো এমন বিপদ? এখন কেমন আছেন? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে গৌরবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "শুটিংয়ে যাব বলে গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পায়ে কাচ ফুটে যায়। সেটা টেনে বের করতে গিয়ে আরও বেশি করে ক্ষত তৈরি হয়, পায়ের তলায়। ক্ষত এতটাই গভীর ছিল যে ব্যান্ডেজ করতে হয়। এবং ব্যান্ডেজ করেই শুটিং ফ্লোরে যাই। এখন ধারাবাহিকের নতুন দৃশ্যের শুটিংয়ের খুব চাপ। তাই ছুটি নিইনি। চিকিৎসকের পরামর্শ মতই শুটিংয়ে যাচ্ছি।" এখন আগের থেকে ভাল আছেন বলে জানিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত, এপার বাংলা ও ওপার বাংলার গল্প নিয়ে শুরু হয়েছে 'পুবের ময়না'। গৌরবের কথায়, "দুই বাংলাকে মিলিয়ে দেবে এই ধারাবাহিক। আমার আগের অভিনয় করা সবকটি ধারাবাহিকের থেকে এই ধারাবাহিক সম্পূর্ণ আলাদা। যেভাবে গল্পের মোড় নতুন অধ্যায় তৈরি করবে তা দেখার জন্য আশাকরি আগ্রহী দর্শক।"