নিজস্ব সংবাদদাতা: এ বারের পুজোয় আসছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’। প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেয়েছিল ছবির প্রথম মোশন পোস্টার। স্বভাবতই আগ্রহের পারদ চড়ছিল। কারণ রক্তবীজ ছিল নন্দিতা-শিবপ্রসাদের প্রথম থ্রিলার ছবি। ২০২৩ সালে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল এই ছবি। মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে।

 

এবার এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। এছাড়াও ছবিজুড়ে থাকবেন আরও তারকারা। রথের দিন থেকে একে একে প্রকাশ্যে এসেছে ছবির মুখ্য দুই চরিত্র পঙ্কজ সিংহ চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও সংযুক্তা মিত্র চরিত্রে মিমি চক্রবর্তীর লুক। এবার প্রকাশ্যে এল এই ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের লুক। 

 


উইন্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে প্রকাশ্যে আসা কৌশানীর মোশন পোস্টার থেকে জানা যাচ্ছে, ছবিতে কৌশানীর চরিত্রের নাম আয়েশা। চরিত্র নিয়ে খুব বেশি খোলসা না করলেও কৌশানীকে যে আরও একবার ছকভাঙা চরিত্রে দেখা যাবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এই লুকে এক্কেবারে আদ্যোপান্ত শহুরে সাজপোশাকে দেখা যাচ্ছে কৌশানীকে। সাদা ও গোলাপি ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, খোলা চুল, মাথায় টুপি ও হালকা মেকআপে নজর কেড়েছেন কোশানী। 

 

'রক্তবীজ ২'-এ জমবে আবির-মিমির রসায়ন। এই ছবির দৌলতে কি অঙ্কুশ-কৌশানীর জুটিও রোম্যান্সের ঝড় তুলবেন? তা যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।