সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
অকাল মৃত্যু রোহিতের!
চলতি বছরের নভেম্বরেই মুক্তি পাওয়ার কথা 'ফ্যামিলি ম্যান সিজন ৩'-এর। প্রথম দুই পর্বের তুমুল জনপ্রিয়তার পর তৃতীয় ভাগ নিয়ে উচ্ছ্বসিত দর্শক। অধীর আগ্রহে দিন গুনছেন 'ফ্যামিলি ম্যান' সিরিজের ভক্তরা। তার মাঝেই মন খারাপ করা খবর। প্রয়াত ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা রোহিত বাসফোর। রবিবার রাতে অসমে বন্ধুদের সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন রোহিত। রবিবাসরীয় সন্ধ্যায় মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে রোহিতের গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। অভিনেতার মৃত্যু মোটেই স্বাভাবিক নয় বলে মনে করছেন পরিবারের সদস্যরা। রোহিতের অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদুনিয়ায়।
জুটিতে হৃতিক-নোরা?
বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন নোরা ফতেহি। বহু ছবিতে তাঁর নাচের তালে দর্শক মনে জায়গা করেছেন নোরা। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করেছেন তিনি। শুরু করেছেন মিউজিক অ্যালবামের যাত্রা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছেন যে, হৃতিক রোশনের সঙ্গে তিনি ভবিষ্যতে কাজ করতে চান। কারণ, হৃতিকের সাবলীল নাচের ভঙ্গিমা বরাবরই নজর কাড়ে তাঁর।
ফিরলেন 'হার্টথ্রব' সলমন
একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। তাই নিজের রক্ষাকবচ আরও মজবুত করছেন তিনি। কিন্তু এর মাঝেই উত্তপ্ত পরিস্থিতি একেবারে শীতল করে দিলেন সলমন। সমাজমাধ্যমে সুইমিং পুল থেকে স্নান সেরে উঠে অনাবৃত শরীরে ছবি ভাগ করলেন তিনি। 'ভাইজান'-এর রূপ দেখে উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। ছবির সঙ্গে 'আন্দাজ আপনা আপনা' ছবির গানের একটি লাইনও জুড়েছেন তিনি।
