গত কয়েক বছরে অসংখ্য ওয়েব সিরিজ ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছে কিন্তু দিনশেষে মাত্র কয়েকটি সিরিজই সত্যিকারের ‘কাল্ট ফলোয়িং’ গড়ে তুলতে পেরেছে। সেগুলোর মধ্যে সবচেয়ে উপরে থাকে ‘দ্য ফ্যামিলি ম্যান’, যেখানে শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় নজর কেড়েছিলেন মনোজ বাজপেয়ী। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর, একেবারে কম প্রত্যাশা নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল প্রথম সিজন। সপ্তাহ দুয়েকের মধ্যেই সিরিজটি এমন হিট হয়ে ওঠে যে দর্শক থেকে সমালোচক -সবাই এক বাক্যে জানিয়ে দেন, ভারতের স্পাই–থ্রিলার ঘরানায় নতুন যুগ শুরু করেছে এই শো।

 

২০২১ সালে মুক্তি পাওয়া সিজন ২-ও অনায়াসে সেই ‘গতি’ ধরে রাখে। আর এখন, বহু প্রতীক্ষিত সিজন ৩ মুক্তি পাচ্ছে আগামীকাল, ২১ নভেম্বর। ইন্ডাস্ট্রি মতে, এটাই হতে চলেছে বছরের সবচেয়ে বেশি দেখা শো -সম্ভবত প্রাইম ভিডিওর সবচেয়ে বড় ব্লকবাস্টার। কিন্তু এখানেই শেষ নয়। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর ভক্তদের জন্য আছে বড় চমক।

 

জোর খবর, এই সিজনে অতিথি শিল্পী হিসেবে হাজির হচ্ছেন বিজয় সেতুপতি, তাঁরই জনপ্রিয় চরিত্র 'মাইকেল বেদানায়াগম' হিসেবে। যাকে আমরা দেখেছি ২০২৩ সালের ব্লকবাস্টার সিরিজ ‘ফারজি’-তে। উল্লেখ্য, ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর মতো ‘ফারজি’ সিরিজটিরও পরিচালক জুটির নাম রাজ-ডিকে।  

 

জানা গিয়েছে, মাত্র কয়েক মিনিটের উপস্থিতি হলেও, সেই অংশটি নাকি দুরন্ত জমাটি, মজায় ঠাসা এবং সিরিজের গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও বড় কথা, ‘মাইকেল’ ও ‘শ্রীকান্ত’-এর রসায়ন নাকি এতটাই মজাদার যে দর্শকরা দৃশ্যত উচ্ছ্বাসে ফেটে পড়বেন।

 

রাজ–ডিকে-র এই স্পাই ইউনিভার্সটা কিন্তু শুরু হয়েছিল আগেই। রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে অর্থাৎ রাজ-ডিকে দু’জনেই এই সিরিজের স্রষ্টা। ‘ফারজি’র মধ্যেই তাঁরা আসলে ক্রসওভারের প্রথম ইঙ্গিত দিচ্ছিলেন। ‘ফ্যামিলি ম্যান সিজন ২’-এর আইকনিক চরিত্র ‘চেল্লাম স্যার’কে দেখা গিয়েছিল ‘ফারজি’তে। আবার শোনা গিয়েছিল ‘শ্রীকান্ত তিওয়ারি’র গলার স্বরও।

 

অনুরাগীর ধারণা ছিল, হয়তো ‘মাইকেল’-এর শুধু ভয়েসওভারই থাকবে ‘ফ্যামিলি ম্যান ৩’-এ। কিন্তু নির্মাতারা তার থেকেও এগিয়ে গিয়ে সরাসরি চরিত্রটি ফিরিয়ে এনেছেন। ফলে ভক্তদের উচ্ছ্বাস এখন চূড়ান্তে।

 

এটাই কি তাহলে দেশের প্রথম বড় স্পাই ইউনিভার্স? ভারতীয় সিনেমায় ক্রসওভার নতুন নয়, তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এমন বড় স্কেলে ‘ইউনিভার্স বিল্ডিং’ এখনো অনন্য। ‘দ্য ফ্যামিলি ম্যান x ফারজি’-র এই যুগলবন্দি প্রমাণ করছে, রাজ–ডিকে আরও বড়, আরও জমাটি, আরও ধারালো স্পাই ইউনিভার্স গড়ার পথে হাঁটছেন।

 

‘শ্রীকান্ত-মাইকেল’-এর এই জোট যে আগামী বছরগুলোতে আরও বিস্ফোরক কিছু ঘটনার ইশারা দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।