সংবাদসংস্থা মুম্বই: এ কী হল "মার্ডার" অভিনেতার ? চোখে কালো মোটা ফ্রেমের চশমা, গায়ে নেহেরু কোট , মাথায় নেহেরু টুপি, হাত মুষ্ঠিবদ্ধ আর মনে ইনকিলাব। বড়পর্দায় মাখো মাখো দৃশ্য এখন অতীত। নিজেকে দেশভক্তির রঙে রাঙিয়েছেন "টাইগার ৩" অভিনেতা ইমরান হাশমি। সারা আলি খানের বিপরীতে " অ্যায়  ওয়াতান মেরে ওয়াতান"-এ অভিনেতার নতুন লুক দেখে চোখ কপালে উঠেছে নেটপাড়ার। এ কোন ইমরান ?
পোস্টারে, ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ ইমরান। তাঁর চরিত্রের নাম "রাম মনোহর লোহিয়া"! প্রাইম ভিডিও ইনস্টাগ্রামে অভিনেতার নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখে "স্বাধীনতার নির্ভীক কণ্ঠস্বর ! ২১শে মার্চ প্রাইম ভিডিওতে এ ওয়াতান মেরে ওয়াতান।" নতুন লুক প্রকাশ্যে আসতেই হইচই। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করে জানিয়েছেন "অবিশ্বাস্য!" অন্য একজন জানিয়েছন, "নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না!" অন্য একজন ব্যবহারকারী আবার প্রশ্ন তুলেছেন, ""ছবির সব পোস্টারে কেন ইমরান নেই?""
অভিনেতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রাম মনোহর লোহিয়ার একটি ছবি শেয়ার করে নিশ্চিত করেছেন পরবর্তী ছবিতে তাঁর চরিত্রের নাম। রাম মনোহর লোহিয়া, কংগ্রেস রেডিওতে কাজ করার জন্য ইতিহাসে পরিচিত। যেটি ১৯৪০-এর গোড়ার দিকে তৎকালীন বোম্বাইয়ের বিভিন্ন স্থান থেকে সম্প্রচার করা হয়েছিল।
স্বাধীনতা সংগ্রামী উষা রানীকে ঘিরে আবর্তিত হবে " অ্যায়  ওয়াতান মেরে ওয়াতান"! যিনি ১৯৪০-এর সময়ে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যুবকদের সংগঠিত করতে এবং জাতিকে একত্রিত করার জন্য একটি ভূগর্ভস্থ রেডিও স্টেশন চালু করেন। করণ জোহরের ধর্মাটিক এন্টারটেইনমেন্ট এবং প্রাইম ভিডিও একসঙ্গে ছবিটি উপস্থাপনা করছে।