সংবাদ সংস্থা মুম্বই: বহু প্রতীক্ষার পর অবশেষে আলো দেখতে চলেছে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়। ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ নতুন করে রণবীর সিং-কে নিয়ে তৈরি হওয়ার চেষ্টা চলছিল বহুদিন ধরেই। কিন্তু এই যাত্রাপথ ছিল উত্তাল, অনিশ্চিত আর জল্পনায় ভরা।

 

তবে এখন স্পষ্ট, শুটিং শুরু হচ্ছে ২০২৬ সালের জানুয়ারিতে, আর ডিসেম্বর ২০২৬-এ মুক্তির লক্ষ্যে চলছে প্রস্তুতি। কিন্তু কেন এত দেরি? আর কী এমন চমক রয়েছে এই ছবিতে? আসলে, বছর দুয়েক আগে রণবীর সিং যখন শাহরুখ খানের জায়গায় ডন চরিত্রে নাম লেখান, একপ্রকার ‘অনুমানযোগ্য বিপদ’-এর মুখে পড়েন। সমাজমাধ্যমে শাহরুখ খানের অনুরাগীরা ক্ষুব্ধ হন। এ ছবিকে বয়কটেরও ডাক দেন। 

 


ছবির ইউনিট ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ওই সমস্যার পর  ফারহান এবং রণবীর সিদ্ধান্ত নিয়েছিলেন একটু চুপচাপ থাকা দরকার। রণবীর নিজের শারীরিক ও মানসিক অনুশীলনে মন দেন, কারণ এই ডন চরিত্রটি পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মার্শাল আর্ট, অ্যাকশন, গতি—সবকিছুর উপর বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন এই পরিণত, ঠান্ডা পরিকল্পনাই দেখায়, ফারহান ও রণবীর কতটা গুরুত্ব দিয়ে দেখছেন ‘ডন ৩’ ছবিটিকে। আগামী বছর অর্থাৎ ২০২৬-এর জানুয়ারিতে এ ছবির শুটিং শুরু হবে। রণবীর-কিয়ারা যোগ দেবেন তখনই। এবং ওই বছরের ডিসেম্বর নাগাদ বড়পর্দায় মুক্তি পেতে পারে ‘ডন ৩’। 

 


জোর গুঞ্জন, ফারহানের টিমের তরফে নাকি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদি অভিনেত্রী ফিরে আসেন এই ফ্র্যাঞ্চাইজিতে, তবে নিঃসন্দেহে তা হবে বলিউডের অন্যতম বিস্ফোরক কামব্যাক! রোমা চরিত্রের দৃঢ়তা, জটিলতা এবং আকর্ষণ—যা প্রিয়াঙ্কা এক সময় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন—সেটি ফের দেখা গেলে ‘ডন ৩’ নিঃসন্দেহে এক অন্য উচ্চতায় পৌঁছবে।

 

সূত্র আরও বলছে, ‘ডন ৩’-তে আরও একটি চমকপ্রদ কাস্টিং হতে চলেছে। বিক্রান্ত ম্যাসি-কে দেখা যেতে পারে এক গুরুত্বপূর্ণ ভূমিকায়, যা ডন-এরএকেবারে বিপরীত মেরুর চরিত্র—এক তরুণ ইন্টেলিজেন্স অফিসার, যার একমাত্র লক্ষ্য ডন-কে ধরার। এই ম্যাচআপ যদি সত্যি হয়, তবে রণবীর বনাম বিক্রান্ত হতে চলেছে এক রুদ্ধশ্বাস সংঘর্ষ!

ফারহান আখতার জানিয়ে দিয়েছেন, ‘ডন ৩’ হবে আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক মাত্রার অ্যাকশন” সম্বলে তৈরি এক ছবি, যার মধ্যে থাকবে বলিউডি নির্যাস। তাঁর দাবি,আন্তর্জাতিক ভিএফএক্স টিম, বিদেশে শুটিং, মারাত্মক অ্যাকশন কোরিওগ্রাফি—সব কিছু নিয়েই এক বিশ্বমানের ক্রাইম-অ্যাকশন ফিল্ম হতে চলেছে ‘ডন ৩’।