সংবাদসংস্থা মুম্বই: 'বজরঙ্গি ভাইজান' সলমন খান-এর কেরিয়ারের অন্যতম সেরা ছবি। সলমন খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, হর্ষালি মালহোত্রা অভিনীত এই ছবিটি দর্শকের কাছে যেমন পছন্দের আসন পেয়েছিল ঠিক তেমনই বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছিল।সেই পুরনো নস্ট্যালজিয়া ফিরিয়ে দিতে কি এবার বজরঙ্গী ভাইজান ২ আসছে? দর্শকদের অপেক্ষা কি তবে সত্যি হতে চলেছে? কিছুদিন আগে খবর এসেছিল
বজরঙ্গি ভাইজান 2'-এর চিত্রনাট্য তৈরি রয়েছে ৷ শুধু সলমন খানের 'হ্যাঁ'-এর অপেক্ষায়৷

প্রযোজক কেকে রাধামোহন সম্প্রতি এই সুখবর নিজেই দিয়েছেন। তাঁর কথায় উঠে এসেছে 'বজরঙ্গি ভাইজানে'র সিক্যুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার বিষয়টি। শীঘ্রই স্ক্রিপ্ট নিয়ে সলমন খানের সঙ্গে দেখা করা হবে বলেও জানান তিনি। তবে এখন উল্টো সুর গাইছেন পরিচালক কবীর খান।

মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 'বজরঙ্গি ভাইজান'-এর গল্প শেষ হয়ে গেছে। এর সিক্যুয়েল তৈরির মত কোনও নতুন গল্প অবশিষ্ট নেই। তাই চিত্রনাট্য তৈরি নেই। যদি দর্শকের ইচ্ছেকে গুরুত্ব দিতে হয়, তাহলে 'বজরঙ্গি' আর 'চাঁদ নবাব'-এর অ্যাডভেঞ্চার নিয়ে এগোতে পারে গল্প। অর্থাৎ সলমন আর নওয়াজউদ্দিনকে নিয়ে সিক্যুয়েল তৈরির আভাস দিয়েছেন পরিচালক।