সংবাদ সংস্থা মুম্বই: ‘এলন মাস্ক’ ফোন করছেন...মঙ্গল গ্রহে পারফর্ম করতে হবে! এই শুনে কপালে ভাঁজ পড়েছে দিলজিৎ দোসাঞ্জের! আর তারপর? শুরু হয়েছে এক হাড় হিম করা ‘মার্স মিশন’ — তবে একেবারে মশলাদার পাঞ্জাবি স্টাইলে!
সম্প্রতি দিলজিৎ একটি বিজ্ঞাপন ভিডিও পোস্ট করতেই কার্যত উন্মাদনা ছড়িয়েছে নেটপাড়ায়। এক নামী ট্র্যাভেল সংস্থার হয়ে তৈরি এই বিজ্ঞাপন যেন কোনও সাই-ফাই কমেডি ছবি। বিজ্ঞাপনের গল্পটা মোটামুটি এরকম— ‘এলন মাস্ক’ ফোন করে বলছেন, মঙ্গল গ্রহে গিয়ে শো করতে হবে! দিলজিৎ তো প্রথমে স্পষ্ট না বলে দেন। কিন্তু তারপরই আসে রহস্যময় গুন্ডাদের ধাওয়া! পাঞ্জাবি-তারকা দৌড়চ্ছেন, সেই সংস্থার ঝাঁ চকচকে ব্যাগ টেনে, অ্যাকশন ছবির মতো কেলেঙ্কারি ব্যাপার! শেষে কোনওরকমে তিনি পৌঁছে যান ওই ব্যাগের সংস্থার শোরুমে। এবং সেখানে কর্মরত কর্মচারীদের বলছেন—“আমার ব্যাগে স্ক্র্যাচ আছে, তাই বদলাতে এসেছি!” এক হাস্যকর অথচ বুদ্ধিদীপ্ত কায়দায় ব্যাগের 'রিটার্ন পলিসি' বোঝানো হয়েছে বিজ্ঞাপনে।
নেটিজেনরা তো একেবারে ঝড় তুলেছেন কমেন্ট বক্সে অবশ্যই সদর্থক ভঙ্গিতে। উল্লেখ্য, ব্যাগের এই সংস্থা গত বছর অক্টোবরে দিলজিতকে তাদের বিজ্ঞাপনের মুখ হিসেবে ঘোষণা করে। দিলজিতের ‘দিল-লুমিনাতি’ ট্যুর আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে। এই বিজ্ঞাপন যেন সেই সুনামকে আরও মজবুত করল।
তবে দিলজিতকে নিয়ে হাসির আড়ালে বিতর্কেরও জন্ম হয়েছে। ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ হতেই তীব্র সমালোচনার মুখে দিলজিৎ।কারণ সে ছবির ট্রেলারে তিনি দেখা গিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবং নীরু বাজওয়ার সঙ্গে। এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে ভারতের বহু মানুষ। বিশেষ করে পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের পাকিস্তানি জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর পর, প্রথমে শোনা গিয়েছিল হানিয়াকে ছবির কাস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ট্রেলারে তাঁর উপস্থিতি দেখে অনেকেই মনে করছেন—এটা একেবারে মিথ্যে বার্তা।
নেটদুনিয়ায় এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক, ট্রোলিং, এমনকি বয়কটের ডাক। অনেকে তো সরাসরি বলছেন, “দেশের দুঃখকে উপেক্ষা করে এই কাস্টিং একেবারে অনুচিত।”
