নিজস্ব সংবাদদাতা: প্রায় বছর দু'য়েক আগে ঘোষণা করা হয়েছিল ‘রঘু ডাকাত’-এর। কিন্তু নানা কারণে সেই প্রজেক্ট হয়নি। পিছিয়ে গিয়েছে। কিন্তু চলতি বছরের একদম গোড়াতেই সুখবর শুনিয়েছেন দেব। অবশেষে আসছে এই ছবি। চলতি বছরের পুজোয় বড় পর্দায় মুক্তি পাবে অষ্টাদশ শতাব্দীতে বাংলার এই দোর্দণ্ডপ্রতাপ ডাকাতের গল্প। কিছুদিন আগে ছবির প্রথম দফার শুটিং শুরুর খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন দেব। এবার 'রঘু ডাকাত'-এর একটি ঝাঁ চকচকে নতুন পোস্টারের ছবি পোস্ট করে এই দফার শুটিং শেষের খবর ঘোষণা করলেন দেব নিজেই।
সেই পোস্টারে রঘু ডাকাত হয়েই হাজির হয়েছেন দেব। পরনে চামড়ার বর্ম, একহাতে রক্তমাখা কুড়ুল, অন্যহাতে ধনুক। পিঠে বাঁধা চামড়ার তূণ থেকে উঁকি মার্চে একগুচ্ছ তীর। একমুখ দাড়ি, কাঁধ ছাপানো চুল খানিক অবিন্যস্ত, মুখে খানিক ক্ষত। নজর এড়াচ্ছে না মাথায় বাঁধা লালরঙা ফেট্টি। ঈষৎ মুখ তুলে, চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছেন দেব। মুখেচোখে খানিক ক্লান্তির সঙ্গে ফুটে উঠেছে দৃঢ়তা। শুধুই ডাকাত নয়, রঘু যেন 'যোদ্ধা'। সূর্য তখন একটু একটু করে ডুবছে, পিছনের ঘন বন তখন দাবানলে পুড়ছে। আগুনের আলো এসে পড়ছে রঘুর চোখেমুখে...
পোস্টের ক্যাপশনে দেব আরও জুড়েছেন – “আরও উদ্দীপনা, আরও চ্যালেঞ্জ রয়েছে আগামীতে। আপনারা তৈরি তো?”
রঘু ডাকাত ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেবের প্রযোজনা সংস্থা এবং এসভিএফ যৌথভাবে প্রযোজনাযর দায়িত্বে রয়েছে এই ছবির। প্রসঙ্গত, সরস্বতী পুজোয় দেবের আগামী ছবি ‘রঘু ডাকাত’-এর শুভ মহরৎ হয়েছিল প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে। প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি ছাড়াও এ দিন উপস্থিত ছিলেন মুখ্য অভিনেতা দেব। ছিলেন ছিলেন অনির্বাণ ভটাচার্য। পুজোয় যোগ দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, ইধিকা পাল।
