সংবাদসংস্থা, মুম্বই: চুটিয়ে কেনাকাটা করছনে দীপবীর! সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের একটি ভিডিও। "দীপিকা ভাইবস" নামে একটি ফ্যান ক্লাবের পেজ থেকে সেটি শেয়ার করা হয়েছে। সেই  ভিডিওতে দম্পতিকে বেলজিয়ামের একটি শপিংমলে কেনাকাটা করতে দেখা গিয়েছে । দীপিকা পরেছিলেন একটি কালো জ্যাকেটে আর নীল ব্যাগি প্যান্ট। সঙ্গে কালো বুট দিয়ে ক্যাজুয়াল রেখেছিলেন সাজপোশাক। অন্যদিকে, ফ্যাশনিস্তা রণবীর পরেছিলেন একটি কালো ওভারকোট, বেজ রঙের প্যান্ট, একটি কালো ক্যাপ এবং কেতাদুরস্ত সানগ্লাস। দুজনের হাতই ভর্তি ছিল জামাকাপড়ে। ভিডিওটির  শেষে দেখা যায় শপিংমল থেকে বেরিয়ে এসে অভিনেত্রীর দিকে আদুরে হাত বাড়িয়ে দেন রণবীর। এই ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় গুঞ্জন- কার জন্য এত আয়োজন দম্পতির! তবে সূত্রের খবর ভাইরাল হওয়া ভিডিওটি গত নভেম্বরের। ১৮ নভেম্বর ২০২৩, বিবাহবার্ষিকী উদযাপনে বেলজিয়াম উড়ে গিয়েছিলেন রিয়েল লাইফ "বাজিরাও মস্তানি" জুটি। সেই সময় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আবার নতুন করে ভাইরাল হয়েছে সেই সফরে দম্পতির শপিংয়ের ভিডিও।
দীপিকা বর্তমানে তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি "ফাইটার" এর সাফল্য উপভোগ করছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন ও অনিল কাপুর । ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। আগামী দিনে অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস এবং দিশা পাটানির সঙ্গে জুটি বেঁধে মুক্তি পাবে অভিনেত্রীর সাই-ফাই থ্রিলার, "কল্কি ২৮৯৮ এডি"। এছাড়াও, রোহিত শেট্টির "সিংহম এগেইন" মুক্তি পাবে স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে।
রণবীর এই মুহূর্তে ব্যস্ত "ডন ৩" এর শুটিংয়ে। পাশাপাশি "সিংহম" ফ্রাঞ্চাইজির ছবিতেও দেখা যাবে তাঁকে।