নিজস্ব সংবাদদাতা: এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলায় বহুদিন আগেই পা দিয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। বাংলাদেশের সিনেমায় এর আগে দর্শক দেখেছেন অভিনেত্রীকে। এই প্রথমবার বাংলাদেশী নাটকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় আসছে ‘ইতিবৃত্ত’ নাটকটি। অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে দর্শনাকে।
এক তরুণের জীবনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হবে এই নাটকের গল্পে। প্রেম তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে নাকি জীবন তাঁকে অন্য মোড়ের সম্মুখীন করে তোলে? এই প্রশ্নের উত্তর মিলবে নাটকের গল্পে।
প্রথমবার বাংলাদেশের নাটকে অভিনয়ের কথা সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে নিজেই ভাগ করে নিলেন অভিনেত্রী। এই ঈদেই এস বি ই-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে 'ইতিবৃত্ত'।
একইসঙ্গে ঈদ উপলক্ষেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে দর্শনা বণিকের নতুন ওয়েব ফিল্ম ‘কলকাতা ডায়রিজ’।
প্রসঙ্গত, এর আগে দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে জিয়াউল রোশানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করেছেন দর্শনা বণিক। এপার বাংলা, ওপার বাংলা ছাড়াও দক্ষিণী ছবিতেও অভিনয় করে দর্শকের মন জয় করেছেন দর্শনা।
