খুদে দাবাড়ুদের মনে স্বপ্ন বুনে দিতে অভিনব পদক্ষেপ নিচ্ছে সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুর চেজ ক্লাব। প্রতিষ্ঠান তাদের খুদে দাবাড়ুদের ডায়মন্ড প্লাজায় ছবিটি দেখানোর ব্যবস্থা করেছে। সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন প্রযোজক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রতি বছর তাঁরা গরমে এমন ছবি উপহার দেন যা সপিরবার দেখার মতো। একই সঙ্গে কিছু না কিছু বার্তা থাকে। ‘দাবাড়ু’ সে সব ছাপিয়ে গিয়েছে। এই প্রথম গ্র্যান্ডমাস্টারের জীবন বড়পর্দায়। তাও আবার বাঙালি। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের উত্তরণ প্রকাশ্যে এনে পরিচালক বার্তা পাঠিয়েছেন ছোট-বড় সবাইকে। দাবাও যে মানুষের জীবনের মোড় ঘোরাতে পারে, দেখিয়ে দিয়েছে ছবি।
এর আগে আজকাল ডট ইনকে নন্দিতা-শিবপ্রসাদ জানিয়েছিলেন, ছোটদের গল্পের ছলে কিছু শেখালে সেটা তারা বেশি মনে রাখে। সূর্যশেখরের জীবন আস্ত গল্প। তাই আরও অনেককে সরিয়ে তাঁকেই বেছেছেন নির্মাতারা। পাশাপাশি, এই ছবিতে বড়রাও জীবনের অনেক দিক দেখতে পাবেন। বাড়ির খুদে সদস্যকে তার পছন্দের শখ মেটাতে দিলে সে যে কতটা উন্নতি করতে পারে, এই ছবি তার প্রমাণ। ‘দাবাড়ু’ আরও একবার সে কথা মনে করাবে। সেই ভাবনা থেকে ১০ মে-র আগে শহরের প্রথম সারির স্কুল শিক্ষক এবং অধ্যক্ষদের ছবিটি দেখানো বিশেষ আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা। সেই বিশেষ আয়োজেন সামিল ছিল আজকাল ডট ইন। সংবাদমাধ্যমকে এক প্রথম সারির স্কুলের শিক্ষিকারা জানান, তাঁরা পড়ুয়াদের গরমের ছুটির হোমটাস্ক হিসেবে দাবাড়ু দেখার কথা বলবেন। শুধুই ছবি দেখা নয়, সমালোচকের ভূমিকাও পালন করবে স্কুলপড়ুয়ারা।
ছবিতে সূর্যশেখর ওরফে ‘সৌরশেখর’-এর ভূমিকায় যথাক্রমে সমদর্শী সরকার, অর্ঘ্য বসু রায়। তারকাখচিত ছবিতে রয়েছেন দীপঙ্কর দে, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, বিশ্বনাথ বসু, সঙ্ঘশ্রী সিনহা রায় প্রমুখ। প্রত্যেকে তাঁর চরিত্রে সেরা।
এর আগে আজকাল ডট ইনকে নন্দিতা-শিবপ্রসাদ জানিয়েছিলেন, ছোটদের গল্পের ছলে কিছু শেখালে সেটা তারা বেশি মনে রাখে। সূর্যশেখরের জীবন আস্ত গল্প। তাই আরও অনেককে সরিয়ে তাঁকেই বেছেছেন নির্মাতারা। পাশাপাশি, এই ছবিতে বড়রাও জীবনের অনেক দিক দেখতে পাবেন। বাড়ির খুদে সদস্যকে তার পছন্দের শখ মেটাতে দিলে সে যে কতটা উন্নতি করতে পারে, এই ছবি তার প্রমাণ। ‘দাবাড়ু’ আরও একবার সে কথা মনে করাবে। সেই ভাবনা থেকে ১০ মে-র আগে শহরের প্রথম সারির স্কুল শিক্ষক এবং অধ্যক্ষদের ছবিটি দেখানো বিশেষ আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা। সেই বিশেষ আয়োজেন সামিল ছিল আজকাল ডট ইন। সংবাদমাধ্যমকে এক প্রথম সারির স্কুলের শিক্ষিকারা জানান, তাঁরা পড়ুয়াদের গরমের ছুটির হোমটাস্ক হিসেবে দাবাড়ু দেখার কথা বলবেন। শুধুই ছবি দেখা নয়, সমালোচকের ভূমিকাও পালন করবে স্কুলপড়ুয়ারা।
ছবিতে সূর্যশেখর ওরফে ‘সৌরশেখর’-এর ভূমিকায় যথাক্রমে সমদর্শী সরকার, অর্ঘ্য বসু রায়। তারকাখচিত ছবিতে রয়েছেন দীপঙ্কর দে, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, বিশ্বনাথ বসু, সঙ্ঘশ্রী সিনহা রায় প্রমুখ। প্রত্যেকে তাঁর চরিত্রে সেরা।
