আজকাল ওয়েবডেস্ক: সুখের সংসারে আচমকা ঝড়! স্বামীকে খুন করে ট্রলি ব্যাগে ভরে পালিয়ে গেল স্ত্রী। তবে লুকিয়ে আর রাখেনি। খুনের পরদিন মেয়েকে ফোন করে জানায়, স্বামীকে খুন করেছে সে। যে ঘটনায় রীতিমতো শিউরে উঠেছেন স্থানীয়রা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের যশপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, ৪৩ বছর বয়সি এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। খুনের পর দেহটি ট্রলি ব্যাগে ভরে পালিয়ে যায় অভিযুক্ত যুবতী। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দুলদুলা থানার অন্তর্গত ভিঞ্জপুর গ্রামে। রবিবার ঘটনাটি প্রকাশ্যে এসেছে। যশপুরের পুলিশ আধিকারিক শশী মোহন সিং জানিয়েছেন, অভিযুক্ত যুবতী স্বামীকে খুনের পর মেয়েকে ফোন করে ঘটনাটি জানায়। সে নিজেই স্বীকার করেছে, খুনের পর দেহটি ট্রলি ব্যাগে ভরে রেখেছে সে। এরপরই খবর পায় পুলিশ। 

মৃত যুবকের নাম, সন্তোষ ভগত। তাঁর মেয়ে কোরবা এলাকার বাসিন্দা। তিনি জানিয়েছেন, বাবাকে খুনের পর দেহটি কম্বলে জড়িয়ে ট্রলি ব্যাগে ভরে দেয় মা। তরুণী ও তাঁর স্বামী তড়িঘড়ি করে মৃতের ভাইয়ের কাছে ছুটে যান। সেখানে মায়ের কীর্তি জানান। এরপর সকলে মিলে থানায় খুনের অভিযোগ দায়ের করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের তিন মেয়ে। সকলেই বিবাহিত। বিয়ের পর তিন মেয়েই গ্রামের বাইরে থাকেন। সন্তোষের স্ত্রী কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন। গত কয়েক মাস আগেই বাড়িতে এসেছিল। গত সপ্তাহেই খুনের ঘটনাটি ঘটায়। 

প্রসঙ্গত, গত জুন মাসে আরেকটি নৃশংস ঘটনা ঘটেছিল। রাস্তার একধারে কয়েক দিন ধরেই পড়েছিল ট্রলি ব্যাগটি। প্রথমে কেউই বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু দিন কয়েক পরেই ওই রাস্তা দিয়ে আর চলাফেরা করতে পারছিলেন না পথচারীরা। নাকে বোঁটকা গন্ধ আসতেই, ওই এলাকায় যেন টেকা দায় হয়ে গিয়েছিল। অবশেষে ছুটে এল পুলিশ। ট্রলি ব্যাগ খুলতেই শিউরে উঠলেন সকলে। সেই ব্যাগ থেকে উদ্ধার এক মহিলার পচাগলা দেহ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বাচুপল্লিতে। পুলিশ জানিয়েছে, বুধবার ট্রলি ব্যাগ থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ব্যাগটি পড়েছিল রাস্তার ধারে। দুর্গন্ধ পেয়েই সকলে থানায় খবর পাঠান স্থানীয়রা। স্থানীয়রাই জানিয়েছেন, ব্যাগটি ১০ থেকে ১৫ দিন ধরে ওই এলাকায় পড়েছিল। 

পুলিশ আরও জানিয়েছে, মহিলার নাম, পরিচয় জানা যায়নি। তবে অনুমান, তাঁর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। কোথাও খুন করে, ট্রলি ব্যাগে দেহ ভরে, এই এলাকায় ঝোঁপের মধ্যে ফেলে রেখে কেউ বা কারা পালিয়ে যায়। দেহটি অধিকাংশই পচে গেছে। সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

গত দুই সপ্তাহে বা তার আগের সময়ের নিখোঁজ ডায়েরিগুলি খতিয়ে দেখছে স্থানীয় থানা। বাচুপল্লি থানায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। কীভাবে খুন করা হয়েছে, এখনও তা জানা যায়নি।