নিজস্ব সংবাদদাতাঃ এবার অভিনয়ে কুণাল ঘোষ। অরিন্দম শীলের পরিচালনায় ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের এক সত্য ঘটনার রহস্যের মোড়কে এই ছবির গল্প। 

বিতর্কের জেরে খানিক বিরতির পর ফের বড়পর্দায় পরিচালনায় ফিরছেন অরিন্দম শীল। আরও একবার রহস্যময় ছবির ঘরানাকেই বেছে নিয়েছেন পরিচালক। তবে এবার কোনও ফ্রাঞ্চাইজি নয়, বাংলার রাজনীতির এক সত্যি ঘটনা তুলে ধরবেন তিনি। রহস্যে ঘেরা সেই গল্পে অভিনয় করতে চলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

অরিন্দম শীলের পরিচালনায় এর আগেও বহু থ্রিলার ছবি দেখেছেন দর্শক। তবে এবার তাঁর ছবিতে শুধু রহস্যের গন্ধই মিশে‌ নেই। জানা যাচ্ছে, গল্প এগোবে একেবারে অন্য খাতে। বাংলার রাজনীতির এমন এক সত্যি ঘটনা যার রহস্যের কিনারা আজও হয়নি, এমনই গল্প উঠে আসবে। যেখানে তৎকালীন শাসক দলের রাজ্য সম্পাদকের ভূমিকায় অভিনয় করবেন কুণাল ঘোষ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের জীবনের উপর ভিত্তি করে উপন্যাস লিখেছিলেন লেখিকা দীপান্বিতা রায়। নাম ‘অন্তর্ধানের নেপথ্যে’। যেখানে উঠে এসেছে নব্বইয়ের দশকে শিক্ষাদুর্নীতির সঙ্গে মনীষার নাম জড়ানো থেকে আচমকা তাঁর নিঁখোজ হয়ে যাওয়া। জানা গিয়েছে, সেই কাহিনিকে কেন্দ্র করেই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। সূত্রের খবর, যাঁর অন্তর্ধানের সত্যি ঘটনা অবলম্বনে এই  গল্প, সেই চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে।   

এই ছবিতে দেখা যাবে রাজ্যের এক মন্ত্রীকে। তিনি ব্রাত্য বসু। এছাড়াও রয়েছেন টলিপাড়ার বেশ কয়েকজন পরিচিত মুখ। সাহেব চট্টোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, অর্পণ ঘোষাল সহ সঞ্জীব সরকার রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ইতিমধ্যে সমাজমাধ্যমে সাহেব চট্টোপাধ্যায় ছবির টিমের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন, চিত্রনাট্য পড়া শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসেই শুটিং ফ্লোরে যাবে ছবিটি। এই ছবির হাত ধরেই প্রথমবার একফ্রেমে ধরা দেবেন অর্পণ ও লহমা।