নিজস্ব সংবাদদাতা: টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা এখন পাড়ি দিচ্ছেন বলিউডে‌। তাঁদের মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্যতম। বলিউডের বড়পর্দা থেকে ছোটপর্দায় জায়গা করে নিচ্ছেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাম, সুমিত গঙ্গোপাধ্যায়। 

 


টলিউডের একচেটিয়া খলনায়কের চরিত্রে অভিনয় করে গিয়েছেন সুমিত গঙ্গোপাধ্যায়। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ১৭ বছরেরও বেশি সময়। বর্তমানে অবশ্য সেইভাবে কাজ করতে দেখা যায় না অভিনেতাকে। 

 

 

তবে 'খাদান'-এর মাধ্যমে আবারও বড়পর্দায় নিজের ম্যাজিক দেখিয়েছেন সুমিত। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত 'মন মানে না' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে এই ছবিতে খলনায়ক নয় বরং একটি কৌতুক চরিত্রে দেখা যাবে তাঁকে। 

 


কিছুদিন আগে 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' ওয়েব সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করার পর এবার 'মন মানে না' ছবির মাধ্যমে শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দাভাগ করবেন তিনি। 

 


বলিউডের ওয়েব সিরিজে কাজ করলেও এবার হিন্দি ছবিতে কাজ করতে চলেছেন তিনি। আজকাল ডট ইন-কে সুমিত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সেখানেও তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। মুম্বই এবং কলকাতা জুড়ে হবে শুটিং। যেহেতু গল্প কলকাতার উপর ভিত্তি করেই হতে চলেছে। সম্পূর্ণ হিন্দি ছবি এবং বেশ কিছু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই ছবিতে। তবে এর চেয়ে বেশি কিছু বলা বারণ, তাই আপাতত এইটুকু সুখবর দিলেন অভিনেতা নিজেই।

 


যদিও টলিউডের বেশিরভাগ সময়েই টাইপকাস্ট হওয়ার আক্ষেপ রয়ে গেছে অভিনেতার। শুধুমাত্র খলনায়কের চরিত্র করেই থেমে যেতে চাননি তিনি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছেন। মাঝে কমার্শিয়াল ছবির সংখ্যা কমে যাওয়ায় কাজ কমে যায় তাঁর। এখন নতুন করে নিজেকে বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে খুশি অভিনেতা।