সংবাদসংস্থা মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে ‘ময়দান’। পর্দায় ফুটবল মাঠ কাঁপাচ্ছেন অজয় দেবগণ-সহ একঝাঁক তারকা। এ দিকে, তার মধ্যেই ১৫ কেজি ওজন ঝরিয়ে বসেছেন আর একজন। তিনি প্রযোজক বনি কাপুর। গত আট মাসে এতখানি ওজন কমে যাওয়ায় খানিকটা চিন্তাতেই রয়েছেন তাঁর চার সন্তান। অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর এবং অংশুলা কাপুর।
বনি নিজে অবশ্য এতশত মাথা ঘামাতে নারাজ। বড় বাজেটের ছবি। বড়সড় স্টারকাস্ট। গত আট মাস তাই তুমুল ব্যস্ততা গিয়েছে। প্রবীণ প্রযোজকের কথায়, “চার বেলা নিয়ম করে স্বাস্থ্যকর খাবার খাচ্ছি। পর্যাপ্ত ঘুমোচ্ছি। গত ছ-আট মাসে ১৪-১৫ কেজি ওজন কমেছে তো। তাই ছেলে মেয়েরা চিন্তায় পড়ে গিয়েছে।”
এখন তাই নিয়ম মেনে খাওয়া-ঘুম সবই। ছেলে-মেয়েরা কড়া নজর রাখছে বনির উপরে। রোজ নিয়ম করে প্রত্যেকে খোঁজ নিচ্ছে তিনি শরীরের ঠিকমতো যত্ন নিচ্ছেন কিনা। হাসতে হাসতে নিজেই জানালেন বলিপাড়ার প্রবীণ প্রযোজক।
"মিস্টার ইন্ডিয়া", "রূপ কি রানি, চোরোঁ কা রাজা", "পুকার"-এর মতো অজস্র জনপ্রিয় ছবি বনির ঝুলিতে। তিনি অভিনেতা অনিল কাপুর ও সঞ্জয় কাপুরের দাদা। দ্বিতীয় স্ত্রী শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই একা হয়ে গিয়েছেন বর্ষীয়ান প্রযোজক। তাঁর প্রথম পক্ষের দুই সন্তান অর্জুন এবং অংশুলা। জাহ্নবী এবং খুশি বনি ও শ্রীদেবীর সন্তান।