আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। রাজনীতিতে তাঁর যত না আগ্রহ তার চেয়ে হাজারগুণ বেশি বিচরণ বিতর্কে। কিছুদিন আগেই প্রেমিকার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছিল নেটপাড়ায়। বিবাহবহির্ভূত সম্পর্ক প্রকাশ্যে আসতেই তেজকে ত্যাজ্যপুত্র করেন লালু। এবার ফের শিরোনামে উঠে এলেন সেই তেজপ্রতাপ।
ইন্টারনেটে ভাইরাল হয়েছে তেজপ্রতাপ-এর এমন একটি ছবি, যেখানে তাঁকে দেখা যাচ্ছে লম্বা চুলে। মাথায় রয়েছে একটি টুপি। যাঁরা ইমতিয়াজ আলির রকস্টার ছবিটি দেখেছেন তাঁদের অনেকেরই মনে হয়েছে তেজপ্রতাপ-এর এই লুক খানিকটা ছবির ‘রকস্টার’ রণবীর কাপুরের মতো। হঠাৎ এমন সাজে কেন সেজেছেন তেজপ্রতাপ? নেটমাধ্যমে ভাইরাল বেশ কিছু পোস্টে দাবি করা হয়েছে রকস্টার সিনেমার রিমেক করা হচ্ছে ভোজপুরিতে। আর সেই ভোজপুরি রিমেকে রনবীর তথা জেজের চরিত্রে নাকি দেখা যাবে লালুতনয়কে।
তবে ভাইরাল হলেও বিষয়টির মধ্যে তেমন কোনও সত্যতা নেই। বরং সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, ‘তেজু ভাইয়া’-র এই ছবিটি মোটেই সাম্প্রতিক নয়। ছবিটি আদতে ২০১৯ সালের। সমাজমাধ্যমে তেজ নিজের প্রোফাইল পিকচার পরিবর্তন করার সময় নিজেই এই ছবি পোস্ট করেন। পাশাপাশি ২০১১ সালের সুপারহিট ছবি ‘রকস্টার’ ভোজপুরিতে রিমেক হচ্ছে বলেও কোনও খবর নেই। পুরো বিষয়টিই ঠাট্টা করে তৈরি করা গুজব।
