অপেক্ষার অবসান। বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ও’ রোমিও’ -তে রোমিও চরিত্রে শাহিদ কাপুরের প্রথম ঝলক প্রকাশ্যে এল। আর সেই লুকেই কার্যত নেটপাড়াকে চমকে দিয়েছেন অভিনেতা। দূরদর্শী প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় এবং বিশাল ভরদ্বাজের পরিচালনায় তৈরি এই ছবিতে শাহিদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তৃপ্তি দিমরি। নির্মাতাদের দাবি, ‘ও’ রোমিও’ দর্শকদের জন্য নিয়ে আসতে চলেছে একেবারেই আলাদা, তীব্র এবং অস্বস্তিকর এক সিনেম্যাটিক অভিজ্ঞতা।
প্রথম ঝলকেই স্পষ্ট, এই রোমিও মোটেই প্রেমের কবিতায় মোড়া কোনও চরিত্র নয়। শাহিদের চোখে-মুখে যে তীব্রতা ধরা পড়েছে, তা একইসঙ্গে যেমন ভয়ঙ্কর আবার তেমনই কৌতূহলোদ্দীপক। চরিত্রটির মধ্যে যে রয়েছে গভীরতা, অন্ধকার, আবেগ এবং একধরনের অপ্রতিরোধ্য উন্মাদনা, তার ইঙ্গিত মিলেছে পোস্টারেই।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nadiadwala Grandson (@nadiadwalagrandson)
একইসঙ্গে মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় পোস্টার, যেখানে শাহিদ কাপুরকে দেখা যাচ্ছে একেবারে হিংস্র, বুনো অবতারে। পোস্টার জুড়ে গাঢ় লাল রং রক্ত, ক্রোধ এবং নৈতিক অবক্ষয়ের প্রতীক হয়ে উঠেছে। আর তার মাঝখানে শাহিদ। চিৎকাররত, মুখ হাঁ করে খোলা, চোখে জমে থাকা রাগ, যন্ত্রণা আর বিদ্রোহ। তাঁর মুখে ও হাতে লেগে রয়েছে রক্ত, যা স্টাইলাইজড অ্যাকশনের নয়, বরং সদ্য ঘটে যাওয়া খুনোখুনির টাটকা ছাপ বলেই মনে হয়।
শাহিদের শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন, কাটা দাগ আর রক্তমাখা ক্ষত চরিত্রটিকে আরও বাস্তব, আরও ‘জীবন্ত’ করে তুলেছে। কালো পোশাকে, গলা ও হাতে দৃশ্যমান ট্যাটু নিয়ে তাঁর লুক যেন এক কঠোর, প্রায় নৈরাজ্যবাদী মানসিকতার প্রতিফলন। শরীরের টানটান ভঙ্গি, শক্ত হয়ে থাকা কাঁধ আর কোমরের কাছে রক্তমাখা আঙুল, সব মিলিয়ে মনে হয় এই চরিত্র যে কোনও মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।
আলো-ছায়ার ব্যবহারও এখানে গুরুত্বপূর্ণ। কঠিন, আঁধারমাখা ভরা আলো ফ্রেম থেকে সমস্ত কোমলতা ছেঁটে ফেলেছে। ব্যাকগ্রাউন্ডে কোনও বাড়তি উপাদান নেই। পুরো ফোকাস শুধুই চরিত্রটির মানসিক অবস্থার উপর। পোস্টারটি ইচ্ছাকৃতভাবেই অস্বস্তিকর, যা ছবির অন্ধকার ও ছবিতে থাকা নিষ্ঠুরতার সুরকে এক ঝলকেই স্পষ্ট করে দেয়।
‘ও’ রোমিও’ সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজনায় বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবি। নাদিয়াডওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি এই ছবি মুক্তি পেতে চলেছে ভালবাসার মরশুমে অর্থাৎ ভ্যালেন্টাইনস উইকে। চলতি বছরে ১৩ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে আসছে ‘ও’রোমিও’।