অপেক্ষার অবসান। বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ও’ রোমিও’ -তে রোমিও চরিত্রে শাহিদ কাপুরের প্রথম ঝলক প্রকাশ্যে এল। আর সেই লুকেই কার্যত নেটপাড়াকে চমকে দিয়েছেন অভিনেতা। দূরদর্শী প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় এবং বিশাল ভরদ্বাজের পরিচালনায় তৈরি এই ছবিতে শাহিদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তৃপ্তি দিমরি। নির্মাতাদের দাবি, ‘ও’ রোমিও’ দর্শকদের জন্য নিয়ে আসতে চলেছে একেবারেই আলাদা, তীব্র এবং অস্বস্তিকর এক সিনেম্যাটিক অভিজ্ঞতা।

 

প্রথম ঝলকেই স্পষ্ট, এই রোমিও মোটেই প্রেমের কবিতায় মোড়া কোনও চরিত্র নয়। শাহিদের চোখে-মুখে যে তীব্রতা ধরা পড়েছে, তা একইসঙ্গে যেমন ভয়ঙ্কর আবার তেমনই  কৌতূহলোদ্দীপক। চরিত্রটির মধ্যে যে রয়েছে গভীরতা, অন্ধকার, আবেগ এবং একধরনের অপ্রতিরোধ্য উন্মাদনা, তার ইঙ্গিত মিলেছে পোস্টারেই।

  

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nadiadwala Grandson (@nadiadwalagrandson)