নিয়মিত ফুটবল খেলেন তিনি। যখন যে শহরে থাকেন। গত সপ্তাহে নৈশ ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন। খেলতে খেলতে বিপত্তি। আচমকা পায়ে চোট। যার জেরে শয্যাশায়ী বিরসা দাশগুপ্ত। খবর পেয়ে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল। তিনি জানান, একা চোটে রক্ষে নেই দোসর খাদ্যে বিষক্রিয়া! সব মিলিয়ে সামান্য কাবু। দিন দুই-তিন আরও বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবেন।

পরিচালক আরও বলেছেন, ‘‘বরাবর এই একটা খেলাই খেলি। এটাই আমার শরীরচর্চা। ১৫-১৬ থেকে ২১-২২ বছরের ছেলেপুলেরা আমার বন্ধু। ওদের সঙ্গে খেলে মজা পাই। গত সপ্তাহেও সেটাই হয়েছিল।’’ রাতে ফুটবল ম্যাচের আয়োজন। সম্ভবত পাড়ার খেলাতেই অংশ নিয়েছিলেন। সেখান থেকে বিপত্তি। চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন, কোয়াড্রিসেপসে চোট তাঁর। ব্যথা কমাতে নিয়ম করে বরফ সেঁক দিতে হবে। আর টানা বিশ্রাম। এর মধ্যে ফুড পয়জন হওয়ায় আরও একটু কাবু তিনি। সম্ভবত অতিরিক্ত গরম থেকে এই বাড়তি অসুস্থতা। আপাতত নিজের শহরে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন।