নিজস্ব সংবাদদাতা: শুরুর আগেই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল স্টার জলসা ও জি বাংলার আসন্ন তিন ধারাবাহিকের। বাধার মুখে পড়েছে জি বাংলার 'দাদামণি' ও 'কুসুম'। এবং স্টার জলসার ধারাবাহিক 'রাণী ভবানী'। 

 

 

 

 

দীর্ঘ সময় বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের। তাই নতুন মেগার শুটিং স্থগিত রেখেছেন তাঁরা।তবে টলিপাড়ায় কাজে যাতে ক্ষতি না হয়, তাই টেকনিশিয়ানরা পুরনো ধারাবাহিকের জন্য কাজ করছেন বলে খবর। 

 

 

 

 

তবে নতুন যেসব ধারাবাহিকের শুটিং শুরু হবে, সেগুলোর ক্ষেত্রে কাজ বন্ধ রাখা হয়েছে। চ্যানেল, প্রযোজক, টেকনিশিয়ানদের ফেডারেশন সব পক্ষ মিলে আলোচনা করে নেওয়ার পর নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাস পেলে, তবেই এসব ধারাবাহিকের শুটিং হবে ঠিকভাবে। এখন টলিপাড়ায় বাংলা ধারাবাহিকের প্রযোজকরা কত দ্রুত এই সমস্যার সমাধান করতে পারেন, সেটা দেখার অপেক্ষা।

 

 

 

প্রসঙ্গত, বাংলা টকিজ-এর প্রযোজনায় আসছে 'রাণী ভবানী'। মুখ্য চরিত্রে প্রথমবার ছোটপর্দায় ডেবিউ করছেন রাজনন্দিনী পাল। নিনি চিনিজ মাম্মা'র প্রোডাকশনে আসছে 'দাদামণি'। মুখ্য চরিত্রে দেখা যাবে প্রতীক সেনকে। অন্যদিকে, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট-এর ব্যানারে আসছে 'কুসুম'। তিন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এলেও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।