নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে স্টার জলসার 'রোশনাই' ধারাবাহিক নিয়ে ব্যস্ত তিয়াসা। দর্শকের সামনে নতুন 'রোশনাই' হয়ে ওঠার জন্য পরিশ্রম করছেন অভিনেত্রী, তবে কেন এই চরিত্রে হ্যাঁ বলা বা এই ক'দিনে শনের সঙ্গে কতটা বন্ধুত্ব গড়ে উঠল- এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী। 

 

স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের পর ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে ‘রানি ভবানী’র চরিত্রে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল তিয়াসাকে। স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে মুখ্যচরিত্রে এবার থেকে দর্শকেরা দেখতে চলেছেন তিয়াসাকে। অনুষ্কার পরিবর্তে এই ভূমিকায় দেখা যাবে তিয়াসাকে। তবে কেন একজনের অভিনীত করা চরিত্রের মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক করছেন তিয়াসা? অভিনেত্রীর কথায়, “রোশনাই চরিত্রটি নাচতে ভালবাসে, অন্যদিকে নাচ আমারও বড্ড প্রিয়। সেই কারণে প্রথমেই এই চরিত্রের বিষয়ে শুনে ভাল লেগেছিল। তাই অপেক্ষা না করে হ্যাঁ বলে দিই।” 

 

এই চরিত্রের জন্য তৈরি হতে কতটা সময় লাগছে অভিনেত্রীর? তিয়াসা বললেন, “এটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। একজনের অভিনয় করা চরিত্রে হ্যাঁ বলা এবং সেটাকে নতুন করে ফুটিয়ে তোলা প্রথম থেকেই আমার কাছে চ্যালেঞ্জ ছিল। তবে প্রযোজনা সংস্থার নিশ্চয়ই কিছু বুঝেছেন বলেই আমাকে এই চরিত্র অফার করা হয়েছে। যারা এতটা ভরসা করেছেন আমার উপর, আশা করি তাদেরকে খুশি করতে পারব এবং দর্শকেরাও ভালবাসবেন।” নায়ক শনের সঙ্গে কতটা বন্ধুত্ব জমে উঠল তিয়াসার? তিয়াসার জবাব, “শন খুব কম কথা বলে এবং আমি অত্যন্ত বেশি কথা বলি. তবে শুটিংয়ে মাঝেমধ্যে আমরা বেশ হাসাহাসি করি। এই ক'দিনে পরিবারের প্রত্যেকের সঙ্গে খুব ভাল বন্ডিং তৈরি হয়েছে।”