নিজস্ব সংবাদদাতা: সময়টা ভাল যাচ্ছে না অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্তর। গত কয়েক মাস ধরে জীবনের অন্যতম কঠিন সময় কাটাচ্ছেন তিনি। কাছের মানুষকে হারানো, একাধিক ব্যক্তিগত সমস্যা- সব মিলিয়ে আপাতভাবে মানসিকভাবে ক্লান্ত যিশু সেনগুপ্তর পত্নী।তাই সমাজমাধ্যমে সকলের থেকে খানিক সময় চেয়ে বিরতি নিলেন তিনি।

কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। জানা গিয়েছে , শরীরে জলের অভাবের কারণে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সমাজমাধ্যমে একাধিক সুঁচ ফোটানো নিজের হাতের পাতার ছবি দিয়ে নীলাঞ্জনা সেনগুপ্ত লেখেন, "বিধ্বস্ত তবু সুন্দর..."।

মাজমাধ্যমে আরও একটি লম্বা পোস্ট লিখে নিজের মনের অবস্থা বোঝালেন নীলাঞ্জনা। যিশু-পত্নী লিখেছেন, "এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অনেক ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি '। পাশাপাশি নীলাঞ্জনা আরও লেখেন, "জীবনের সবচেয়ে অন্ধকার সময় তোমাকে সবথেকে শক্তিশালী করে তোলে"।

দুই মেয়ে এবং বোনকে এই কঠিন সময় পাশে পেয়েছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। প্রসঙ্গত, কিছুদিন আগেই মাকে হারিয়েছেন নীলাঞ্জনা, সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই নিজেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাই শুধু শারীরিক অসুস্থতা নয়, মনের অসুস্থতা কাটিয়ে উঠতেও কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন এবং নিজেকে সময় দিতে চাইছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। 

উল্লেখ্য, এই মুহূর্তে যিশু-নীলাঞ্জনা প্রযোজিত ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ চলছে ছোটপর্দায়।