সংবাদসংস্থা মুম্বই: প্রবীণ বলিউড অভিনেতা দালিপ তাহিল, ২০১৮ সালে মুম্বইতে ঘটে যাওয়া ড্রিংক এন্ড ড্রাইভিং মামলায় জড়িত থাকার জন্য ২ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। 'বাজিগর', 'কেয়ামত সে কেয়ামত তক', 'হাম হ্যায় রাহি পেয়ার কে'- এরকম একাধিক চলচ্চিত্রের জন্য পরিচিত তিনি। এই ঘটনায় ভেঙে পড়েছেন । ২০১৮ সালে, মুম্বইয়ের শহরতলিতে একটি অটোরিকশায় তাঁর গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ উঠেছিল। যার ফলে একজন মহিলা গুরুতর আহত হয়েছিলেন। মুম্বই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সেই সময় তাহিলকে শহরের একটি ম্যাজিস্ট্রেট আদালত একজন ডাক্তারের দেওয়া প্রমাণের ভিত্তিতে এই মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন। যিনি বলেছিলেন ঘটনার পরে, অভিনেতার গায়ে অ্যালকোহলের গন্ধ পাওয়া গিয়েছিল। এমনকি সেই সময় অভিনেতার হাঁটা, ও কথায় অসঙ্গতি ছিল মদ্যপানের কারণে। শুধু তাই নয়, ঘটনার পরে অভিনেতা সেই ঘটনাস্থল ছাড়তে চেয়েছিলেন তাড়াতাড়ি। কিন্তু সেই সময় গণপতি বিসর্জনের ভিড় ছিল রাস্তায়। স্থানীয় লোকজন তাঁকে ধরে গাড়ি থেকে নামতে বললে তিনি তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই মুহূর্তে স্থানীয়রাই পুলিশে খবর দেন। এবং মামলা হয়। ঘটনার পরে, অ্যালকোহলের উপস্থিতি পরীক্ষা করার জন্য রক্তের নমুনা দিতে অস্বীকার করেছিলেন দালিপ। পরে তিনি জামিনে মুক্তি পেলেও মামলাটি বিচারাধীন ছিল।
