নিজের উপার্জনে প্রথম গাড়ি কিনলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী, জীবনের এই বিশেষ মুহূর্তে অস্মিতার পাশে ছিলেন তাঁর মা এবং প্রেমিক প্রারব্ধি। এই বিশেষ দিনে আবেগপ্রবণ হয়ে গেলেন হাসিখুশি মিষ্টি অস্মিতা।

বাবাকে ছাড়াই মা-মেয়ের সংসার। অনেক লড়াই করে বড় হওয়া, নিজের উপার্জনে স্বপ্ন পূরণ বা জমাট বাধা স্বপ্নগুলোর কাছাকাছি একধাপ পৌঁছনো, তাই প্রথম গাড়ি কিনে চোখের জল আটকে রাখতে পারলেন না অস্মিতা চক্রবর্তী। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছেন অস্মিতা, এই মুহূর্তে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। টলিউডে ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি এবার মাকে সঙ্গে নিয়ে আরও একটি স্বপ্ন পূরণ করলেন অস্মিতা। অস্মিতা জানালেন, " এই অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না, আমি তো বাচ্চাদের মত শোরুমেই কেঁদে ফেলেছি। ঠিক কতটা এক্সাইটেড আমি নিজেও জানি না। তবে এরকম ভাবেই আরও ভালো কাজ করে বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই।" 

অস্মিতার স্বপ্নপূরণের জন্য তাঁর মায়ের লড়াইও অনেকটা। জীবনে অনেকটা কঠিন পথ পেরিয়ে এসে এখন একটু ভালো সময় কাটাচ্ছেন মা ও মেয়ে, পাশে পেয়েছেন প্রারব্ধির মতো ভালো মানুষকে, তাই নিজেদের মতো করে জীবনটাকে খানিকটা গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা। অস্মিতা জানিয়েছেন, "মা খুব খুব খুশি, গাড়ি কিনবো যখন ভেবেছিলাম প্রথমে আমি শুধু মাকেই বলেছিলাম, তারপর শুধু মা আর প্রারব্ধি জানতো, কোন বন্ধুদেরও এতদিন জানায়নি। আজকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পর সকলে জানতে পারলো। এই ভাবেই যেন ভালো থাকতে পারি। এটাই চাই।" এই ভাবেই নিজেদের জীবনটা আরেকটু গুছিয়ে নেওয়ার পর বিয়ের ভাবনা চিন্তা শুরু করবেন প্রারব্ধি এবং অস্মিতা।