সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
নির্ভীক সলমন!
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর কথা বলেছেন সলমন খানকে নিয়ে। অর্জুনের কথায়, "আমি ইন্ডাস্ট্রির বহু মানুষের সঙ্গে পরিচিত তবে সলমন খানের মতো মানুষ দুটো দেখিনি। ওঁর মতো নির্ভীক মানুষ খুব কম হয়। দায়িত্ব আর কর্তব্যে সলমন অতুলনীয়। আমি চাই যেন সারাজীবন এরকমই থাকেন তিনি।"
বিস্ফোরক হানি সিংয়ের বোন
বহুদিন আগে স্ত্রী শালিনী তলোয়ারের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছেন হানি সিং। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে শালিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন হানির বোন। তাঁর কথায়, "বিচ্ছেদের আগে মানসিক অবস্থার অবনতি হচ্ছিল হানির। সেই সময় শালিনী বাধ্য করে শো করতে। হানি অসহায় অবস্থায় আমায় জানায় সে কথা। একজন মানুষের সঙ্গে এরকম আচরণ কখনওই ঠিক নয়।"
দক্ষিণে সোহেল খান
সোহেল খান এবার ডেবিউ করছেন তেলুগু ছবিতে। পরিচালক নন্দমুরি কল্যাণ রামের ছবি 'এনকেআর ২১' ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। অভিনেতার জন্মদিনেই নির্মাতারা প্রকাশ করলেন ছবিতে তাঁর প্রথম ঝলক। যা রীতিমতো সাড়া ফেলেছে সমাজ মাধ্যমে।
