নতুন বছরের প্রথম দিনেই বড় দুঃসংবাদ। এমন আকস্মিক শোকে স্তব্ধ টেলিভিশন জগৎ। অভিনেতা অর্জুন বিজলানির শ্বশুর, রাকেশ চন্দ্র স্বামী আর নেই। ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। গত সোমবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউ-তে ভর্তি করা হয়। সেই সময় দুবাইয়ে ছুটি কাটাচ্ছিলেন অর্জুন ও তাঁর স্ত্রী নেহা। খবর পাওয়ামাত্রই  তড়িঘড়ি দেশে ফিরে আসেন তাঁরা। কিন্তু শেষরক্ষা হল না। এদিন দুপুরে ওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হয় শেষকৃত্য।

 

শোকাচ্ছন্ন পরিবার, কান্নাভেজা চোখ সব মিলিয়ে গম্ভীর এক আবহে শেষযাত্রা সম্পন্ন হয়। শ্বশুরের শেষকৃত্যে পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন অর্জুনও। সেই মুহূর্তের এক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, শোকে ভেঙে পড়া তাঁর ছেলেকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন অর্জুন, যদিও নিজেও আবেগ চেপে রাখতে পারছেন না। শুধু তাই নয়, পরিবারের পাশে দাঁড়িয়ে কাঁধে তুলে নিয়েছেন শ্বশুরের শবদেহও, .সম্পূর্ণ মর্যাদায় পালন করেছেন শেষকৃত্যের যাবতীয় দায়িত্ব।

 

 

অর্জুনের শ্বশুর বাড়ির পরিবারের এক সদস্য জানিয়েছেন, “তিনি একেবারে সুস্থই ছিলেন। রাতের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎই আক্রান্ত হন হৃদরোগে। তারপরেই তাঁকে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গোটা বিষয়টি এতটাই দ্রুত ঘটে যে কেউই কিছু ভাবতে পারেনি। নেহা আর অর্জুন তো কয়েকদিন আগেই দেখা করে গিয়েছিল ওঁর সঙ্গে। এত হঠাৎ করেই সব বদলে যাবে...কেউই মানতে পারছি না।”

 

 

 

 

 

 

রাকেশ চন্দ্র স্বামীর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও ঘনিষ্ঠ মহলে।  আকস্মিক এই মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার স্বভাবতই এখনও শোক সামলাতে পারছে না।