এ আর রহমান মানেই সুরের জাদু।এবার সেই সুরের জাদুকরই বড় চমক নিয়ে আসছেন নতুন বছরে। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় ছবিকে তিনি উপহার দিয়ে গিয়েছেন একের পর এক অবিস্মরণীয় গান, সুর। তবে এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনয় করতে চলেছেন অস্কারজয়ী এই কিংবদন্তি সুরকার-গায়ক!

আজ্ঞে হ্যাঁ। রহমানের অভিনয় যাত্রা শুরু হতে চলেছে ‘মুনওয়াক’ নামের এক হাসির ছবির মাধ্যমে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নৃত্য-তারকা  তথা পরিচালক প্রভুদেবাও। মনোজ এন এস পরিচালিত এবং বিহাইন্ডউডস প্রোডাকশনের সংস্থা প্রযোজিত এই ছবিটিকে ইতিমধ্যেই ২০২৬ সালের সবচেয়ে আলোচিত প্রজেক্টগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। শুধু তাই নয়, এ ছবিতে রহমানকে দেখা যাবে এক  “রাগী পরিচালক”-এর চরিত্রে। এখানেই শেষ নয়, এই ছবিতে সবকটি গানই গেয়েছেন তিনি নিজে, ফলে ‘মুনওয়াক’-এর সাউন্ডট্র্যাকেও মজবে সুরপ্রেমীরা।  

 

 

ছবিটি ঘিরে উচ্ছ্বাস লুকোতে পারেননি পরিচালক মনোজ এন এস। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, প্রভুদেবা এবং এ আর রহমানকে একসঙ্গে নিয়ে কাজ করা সত্যিই দুর্দান্ত অভিজ্ঞতা। তাঁর দাবি, ছবির গান প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য হবে কানের পাশাপাশি চোখজুড়ানো এক উপহার। তাঁর দাবি, প্রভুদেবা এই গানে করেছেন কেরিয়ারের অন্যতম সেরা ডান্স পারফরম্যান্স, আর তাতে কোরিওগ্রাফার শেখর মাস্টারেরও বিশেষ অবদান রয়েছে।

 

মনোজ আরও জানান, শুরুতে শুধু গানেই রহমানকে দেখা যাওয়ার কথা থাকলেও পরে তাঁর উপস্থিতি আরও বড় হয়। পরিচালকের কথায়, " পুরো গান জুড়েই রহমান উপস্থিত থেকে এতে যোগ করেছেন এক আলাদা উষ্ণতা ও আকর্ষণ। এরপর তাঁকে যখন এই ছবিতে চরিত্র হিসেবেই আরও একটু বেশি থাকার প্রস্তাব দেওয়া হয়, রহমান সানন্দে রাজি হন। এটি হবে এমন এক চমক, যা দর্শকেরা একেবারেই কল্পনা করেননি, এমনটাই ইঙ্গিত পরিচালকের। শুটিং সেটে রহমানকে অভিনেতা হিসেবে উপভোগ করতে দেখে পুরো ইউনিটই নাকি দারুণ আনন্দ পেয়েছে।

ছবিতে প্রভুদেবাকে দেখা যাবে ‘বাবুট্টি’ নামের এক তরুণ কোরিওগ্রাফারের ভূমিকায়। মজার বিষয়, ছবিতে একাধিক চরিত্রে দেখা যাবে যোগী বাবুকে যেমন ‘কভারিম্যান’, ‘আট্টুক্কাল আজহাগু রাসা’ এবং ‘দুবাই ম্যাথিউ’। পরিচালকের কথায়, যোগী বাবুর ভূমিকায় আরও বড় চমক লুকিয়ে রয়েছে, যা প্রকাশ পাবে ছবির গান লঞ্চের সময়।

 

 

 

এছাড়াও ছবির অভিনয়কে সমৃদ্ধ করতে রয়েছেন আজু ভার্গিজ, অর্জুন আশোকান, স্যাটজ, সুস্মিতা, নিশ্মা, স্বামীনাথন, রেডিন কিংসলে, রাজেন্দ্রন, দীপা আকা, সান্তোষ জ্যাকব এবং রামকুমারসহ আরও অনেকে। পরিচালক আশাবাদী, দর্শকেরা হলেই এই বহুমুখী প্রতিভা ঠাসা দলের কাজ উপভোগ করবেন।

 

 

পুরোপুরি দমফাটা হাসির এই ছবি ‘মুনওয়াক’ মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের মে মাসে। সঙ্গীতের সম্রাট এবার অভিনেতা , এমন নতুন চমক স্রেফ শুনেই এখন থেকেই যারপরনাই উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা।