‘থর’-এ প্রথমবার ‘গড অব মিসচিফ’ অর্থাৎ ‘দুষ্টু দেবতা’ হয়ে পর্দায় হাজির হয়েছিলেন ‘লোকি’ তথা অভিনেতা টম হিডলস্টন। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ১৫ বছর। এই  লম্বা সময়ে বহুবাদ বড়পর্দা থেকে ওটিটি সিরিজে ফিরেছে জনতামহলের প্রিয় চরিত্র লোকি। শেষবার বড়পর্দায় লোকিকে দেখা গিয়েছিল ২০১৯ সালে  ‘অ্যাভেঞ্জার্স:এন্ডগেম’ ছবিতে। কয়েক পশলা মুহূর্তের জন্য। এবার ফের বড়পর্দায় কামব্যাকের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। মার্ভেলের আগামী ব্লকবাস্টার ‘অ্যাভেঞ্জার্স:ডুমসডে’-এ ফের লোকি হয়ে ফিরছেন তিনি! চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে এ ছবি।

 

 

ডিজনি প্লাসে দু'টি  সিজনের দারুণ সাফল্যের পর ‘লোকি’ চরিত্র যেন এক নতুন উচ্চতা পেয়েছে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে টম হিডলস্টন জানালেন, কীভাবে এই চরিত্র তাঁর ব্যক্তিগত আবেগের সঙ্গে জড়িয়ে আছে এবং কীভাবে বদলেছে লোকির জীবনের দর্শন।

 

 

শৈশবের স্মৃতি টেনে হিডলস্টন বলেন, মুক্তি, পুনর্জন্ম ও দ্বিতীয় সুযোগের গল্প তাঁকে সবসময় নাড়া দিয়েছে। ‘দ্য শশাংক রিডেমশন’-এর মতো ছবি এবং জীবনের নতুন অধ্যায় শুরু করা নিয়ে নির্মিত নানা স্টেজ প্লে তাঁর মনে গভীর প্রভাব ফেলেছে। অভিনেতার ভাষায়, “দ্বিতীয় সুযোগ পাওয়া এটা এখনও আমাকে ভীষণভাবে আবেগপ্রবণ করে তোলে। মনে হয়, পৃথিবীর প্রত্যেকেই যেন এমন সুযোগ পায়।”

 

 

ভিলেন থেকে নায়ক- এক কথায় ‘লোকি’র যাত্রা বিস্ময়কর। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ‘লোকি’র যাত্রা নিঃসন্দেহে আলাদা। শুরুটা ছিল খলনায়ক হিসেবে। কিন্তু ‘লোকি’ সিরিজ তাঁর কাঁধে তুলে দেয় এক ভিন্ন দায়িত্ব। নিজের ভুল, নিজের অন্ধকার, এমনকী পৃথিবী দখলের ব্যর্থ চেষ্টার মতো অতীতের মুখোমুখি হয় সে। সেই লড়াইয়ের ফলেই বদলে যায় তাঁর পরিণতি, লোকি হয়ে ওঠে নিজের গল্পের নিয়ন্ত্রক।হিডলস্টন বলেন,“অন্য এক মানুষ হয়ে উঠতে হলে, নিজের গল্পের শেষটা বদলাতে হয়। লোকির ক্ষেত্রেও তাই হয়েছে। সে নিজের গল্পটা নিজের হাতে নিয়েছে।”

 


এবার তাকিয়ে থাকা ‘অ্যাভেঞ্জার্স:এন্ডগেম’-এর দিকে। হিডলস্টন ইতিমধ্যেই এই ছবিতে নিজের অংশের শুটিং শেষ করেছেন। এবং তাঁর ভাষায়, “ছবির চিত্রনাট্য একেবারে কল্পনাতীত! অন্য পর্যায়ের! গল্পের ভিতটাই তো অবিশ্বাস্য। চিত্রনাট্য প্রথমবার পড়েই অবাক হয়ে গিয়েছিলাম। এমনভাবে ‘অ্যাভেঞ্জার্স-এর গল্প আগে কখনও বলা হয়নি।”

 

 

তবে ‘অ্যাভেঞ্জার্সের বাইরেও ব্যস্ত সময় কাটছে অভিনেতার। সম্প্রতি তিনি নেপালে শ্যুট করেছেন ‘তেনজিং’ ছবির জন্য। এদিকে জনপ্রিয় সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার-এর নতুন অধ্যায়ও শুরু হচ্ছে আগামী ১১ জানুয়ারি থেকে।