সংবাদসংস্থা মুম্বই: আরবাজ খান ও মালাইকা অরোরার ছেলে আরহান খান ইতিমধ্যেই নেটিজেনদের কাছে ব্যাপক পরিচিত।‌ শুধুমাত্র বাবা-মা তারকা বলেই নয়, এখন তিনি নিজেই শুরু‌ করেছেন তাঁর পডকাস্ট শো। এখানেই থেমে থাকেননি আরহান। ভবিষ্যতে যে বলিউডে হাতেখড়ি হতে চলেছে তাঁর, সে বিষয়ে আঁচ দিলেন বাবা আরবাজ খান।

 

 

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আরবাজ ছেলের বলিউড অভিষেক প্রসঙ্গে বলেন, "আমার মনে হয় আরহানের আরও কয়েকবছর সময় লাগবে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে। প্রস্তুতি চলছে। চেষ্টাও করছে। সবটাই সময় আর সুযোগের অপেক্ষা।"

 

 

আরহানও যে তাঁর বাবা-মার পথই অনুসরণ করবে ভবিষ্যতে তা স্পষ্ট। এর আগে মালাইকা ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন, "আরবাজের অনেক গুণ আরহানের মধ্যে দেখতে পাই। বাবার আচরণ, স্বভাব নিজেই অনুসরণ করে আরহান। আমরা দু'জনেই চেষ্টা করি ছেলের সঙ্গে বাবা-মার থেকেও বেশি বন্ধু হিসাবে মিশতে। যাতে ওর মনের কথা সবার আগে আমাদের এসে জানায়।"

 

 

প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের বিবাহিত জীবনে ছেদ দিয়ে ছেলে আরহানকে নিয়ে একাই থাকতে শুরু করেছিলেন মালাইকা। এরপর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকলেও কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে তাঁদের। বর্তমানে ছেলেকে নিয়েই থাকছেন মালাইকা। অন্যদিকে, আবারও বিয়ে করেছেন আরবাজ খান। তবে ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। সময়-অসময়ে বাবার থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতেও দ্বিধা করেন না আরহান।