সংবাদ সংস্থা মুম্বই: ইংল্যান্ড সফরের ঠিক এক মাস আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সোমবার (১১ মে) ইনস্টাগ্রামে দীর্ঘ একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের বিদায়বার্তা শেয়ার করেন তিনি। আর সেই বিদায়বার্তার জবাবে স্বামী বিরাট কোহলির উদ্দেশে একটি হৃদয়ছোঁয়া পোস্ট করলেন অনুষ্কা শর্মা।

 

সোমবার ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে একটি ছবি শেয়ার করেন অনুষ্কা— যেখানে দু’জনে একসঙ্গে টেস্ট পিচের ওপর দিয়ে হাঁটছেন, হাসছেন। ক্যাপশনে অনুষ্কা লেখেন, “মানুষ তোমার রেকর্ড আর মাইলস্টোনের গল্প করবে, কিন্তু আমি মনে রাখব সেইসব চোখের জল যা তুমি কখনও কাউকে দেখাওনি, সেই লড়াই যা কেউ দেখেনি— আর ক্রিকেটের এই ফরম্যাটের প্রতি তোমার নিঃশর্ত ভালবাসা। আমি জানি, এই সফর তোমার থেকে কত কিছু কেড়ে নিয়েছে। প্রতিটা টেস্ট সিরিজের পর তুমি একটু করে আরও পরিণত হয়েছ, আরও নম্র হয়েছ— আর তোমার এই যাত্রাটা দেখা আমার কাছে এক বিরল সৌভাগ্য।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)