নিজস্ব সংবাদদাতা: আবারও নতুন চমক জি বাংলার। আসছে আরও এক নতুন ধারাবাহিক। প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার হাত ধরে শুরু হচ্ছে একেবারে বাস্তবসম্মত গল্প। সূত্রের খবর, নায়ক নায়িকার চরিত্রে দেখা যাবে 'টুম্পা অটোওয়ালি' খ্যাত অভিনেত্রী ডোনা ভৌমিক এবং অভিনেতা অয়ন ঘোষকে। বর্তমানে 'টুম্পা অটোওয়ালি' খ্যাত নায়ক সায়ন বসুকে জি বাংলার 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকে দেখছেন দর্শক। এবার নায়িকা ডোনার পালা।
ধারাবাহিকটি এগোবে মূলত নারীকেন্দ্রিক গল্প হিসেবেই। একটি মেয়ে যার নাম 'ডায়মন্ড' তাঁর গল্প নিয়েই আসছে জি বাংলা। নতুন এই গল্পে দেখা যাবে, নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে ডায়মন্ড। চার ভাইবোন এবং বাবা মায়ের সংসারে অভাব তাদের নিত্যসঙ্গী। তাই ইচ্ছেকৃত তিনবার উচ্চমাধ্যমিকে ফেল করে নায়িকা। যাতে বাবা মাকে তার পড়াশোনার খরচ চালাতে অসুবিধায় না পড়তে হয়। এরপর একটি শপিং মলের ফুড কোর্টে চাকরি পায় ডায়মন্ড। কিন্তু তার সামান্য ভুলের জন্য চাকরি থেকে বরখাস্ত করে মালিক। সে তখন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ওই শপিং মলের সামনেই নিজের খাবারের দোকান খুলে ব্যবসা করবেই সে। কথা মতো তেমনই কাজ করে দেখিয়েও দেয় সে। এরমধ্যেই নায়কের এন্ট্রি হয়। একজন ব্লগার সে। তার ব্লগে সে তুলে ধরে নায়িকার খাবারের দোকান। আর তা নিমেষে ভাইরাল হয়। রাতারাতি ডায়মন্ডের দোকান জনপ্রিয়তা পায়। এরপর কীভাবে প্রেমে পড়বে তার উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।
