সংবাদ সংস্থা মুম্বই: কখনও কাজ পাইয়ে দেওয়ার নামে অশালীন প্রস্তাব, কখনও পারিশ্রমিক বা কাজ নিরিখে শ্রেণিবৈষম্য। বার বারই অভিযোগের তীরে বিদ্ধ হয়েছে বলিউড। চাকচিক্যের আড়ালে থাকা এক অন্য বলিউডের চেহারার কথা প্রায়শই শোনা গিয়েছে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর মুখে। এবারে সেই তালিকায় সংযোজন হল ‘অ্যানিম্যাল’ ছবি খ্যাত অভিনেতা সিদ্ধান্ত কার্নিক। অভিনেতা জানালেন, ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে কুপ্রস্তাব পেয়েছিলেন তিনি। 

গত বছর মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে ‘অ্যানিম্যাল’। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবিতে দেখা গিয়েছিল ছোট পর্দার পরিচিত মুখ সিদ্ধান্ত কার্নিককে। ছবিতে সিদ্ধান্ত রণবীর কপূর অভিনীত চরিত্রটির দিদির স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতা প্রসঙ্গে সিদ্ধান্ত বলেন, "তখন ২০০৫ সাল। সদ্য পা রেখেছি বলিপাড়ায়। মাত্র ২২ বছর বয়স আমার। এক শুটিং কোর্ডিনেটরের সঙ্গে আলাপ হয়েছিল। আমার পোর্টফোলিও দেখে তাঁর বাড়িতে রাতে ডেকেছিল দেখা করার জন্য। আমার একটু অদ্ভুত লাগলেও রাজি হয়ে গিয়েছিলাম। 

সামান্য থেমে অভিনেতা আরও বলেন, "যাওয়ার পর প্রাথমিকভাবে মনে হয়েছিল সুন্দর পরিবেশ। এরপর আমাকে আলাদা করে ডেকে নিয়ে গেলেন সেই ব্যক্তি। তারপর আমাকে সেই ব্যক্তি বলেন, ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে আপস তো করতেই হবে। আমি তখন বুঝতে পারিনি, তিনি কী বোঝাতে চাইছেন। কিন্তু এরপর ওই ব্যক্তি যখন আমার গা ঘেঁষে দাঁড়ালেন, মুহূর্তেই বুঝে গিয়েছিলাম কী চাইছেন তিনি। আমি রাজি হয়নি। মুখের উপর বলে দিয়েছিলাম, এইভাবে কোনও কাজের সুযোগ পেতে চাই না আমি"।