নিজস্ব সংবাদদাতা: যেকোনও মাধ্যমে নিজের অভিনয় দিয়ে দর্শকদের খুব কাছের একজন মানুষ হয়ে ওঠেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। 'ধুলোকণা'র পর স্টার জলসার 'রোশনাই' ধারাবাহিকে 'ছোটু' হয়ে ফিরছেন তিনি। 'ছোটু' ও 'রোশনাই'-এর মিষ্টি সম্পর্ক যেন এই ধারাবাহিকের এক মুক্ত বাতাস।

ঘটনাচক্রে 'আরণ্যক'-এর জীবনে গুরুত্বপূর্ণ চরিত্র হওয়ার পাশাপাশি তাঁর বাড়িতেও এসে রয়েছে 'রোশনাই'। যেখানে 'রোশনাই' তেমনভাবে কারর থেকে ভালবাসা না পেলেও 'ছোটু'র সঙ্গে মনের কথা ভাগ করতে পারে সে। সব খারাপের মাঝেও হয়তো ভালবাসার জায়গা হল 'ছোটু'র সঙ্গে তাঁর কাটানো মুহূর্ত। 'ছোটু'র চরিত্র নিয়ে অম্বরীশ আজকাল ডট ইন-কে জানান,"ছোটু আসলে বাউন্ডুলে একজন মানুষ, একটু ঘরোয়াও। তাই অনেক ভাল চাকরি পেলেও তা খুব বেশিদিন করতে পারেনি ছোটু। অন্যদের চোখে সামান্য বইয়ের ব্যবসা করে সে, বড় দাদার কাছে হাসির পাত্র সে। কিন্তু একদিন এই ছোটুর জীবনে কিছু ঘটনা গল্পের মোড় ঘুরিয়ে দেবে। ছোটু ও রোশনাইয়ের মধ্যে ভালবাসার ও স্নেহের সম্পর্ক রয়েছে, আর কেউ তাকে না বুঝলেও, পাশে না থাকলেও ছোটু ঠিক থাকবেই।"

বাস্তবে 'ছোটু'র মতো চরিত্র আসলে প্রায় বিরল। জীবনের প্রতিযোগিতায় যেখানে শুধুই অন্যরা এগিয়ে যেতে চায় সেখানে 'ছোটু'র মতো মানুষেরা এক জায়গায় বসে থেকেও আনন্দে জীবন কাটিয়ে দিতে পারেন, অল্পতেই নিজেদের সুখ খুঁজে পান। ধারাবাহিক থেকে বেশ কিছুদিনের বিরতি নেওয়ার পর অবশেষে এমন একটি চরিত্রে অম্বরীশ ভট্টাচার্যকে দেখতে পাচ্ছেন দর্শক।