নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'আলোর কোলে' অল্প দিনেই মন জয় করেছে দর্শকের। কৌশিক রায়, স্বীকৃতি মজুমদার, সোমু সরকার ও শিশুশিল্পী ঋষিতা নন্দী অভিনীত এই ধারাবাহিকের নিত্যনতুন মোড় ঘোরানো মুহূর্তের সাক্ষী হতে পেরে বেশ উৎফুল্ল দর্শকমহল।
'আলো' মারা যাওয়ার পরেও ইহলোকের মায়া ত্যাগ করতে পারেনি। ছোট্ট মেয়ে 'পুপুল'-কে সে আগলে রাখে মৃত্যুর পরেও। অন্যদিকে 'আদিত্য'ও ভুলতে পারেনা 'আলো'-কে। 'পুপুল'-কে দেখাশোনার জন্য বাড়িতে আসে 'রাধা'। 'পুপুল'-এর সঙ্গে তার বন্ধুত্ব দেখে 'আলো' মনে মনে চায় 'রাধা' আর 'আদিত্য'র যেন মিল হয়। যাতে 'পুপুল' ভাল থাকে। এই নিয়েই এগোয় ধারাবাহিকের গল্প।
কয়েকদিন আগেই প্রোমো'তে দেখা যায়, 'আলো'র আত্মা ইহলোকের মায়া কাটিয়ে চলে যাচ্ছে। 'পুপুল'-কে শেষবারের মত দেখা দিয়ে সে চলে যাবে। আর দেখা যাবেনা 'আলো'কে। এই প্রোমো দেখে কৌতুহল ছড়িয়েছিল দর্শকের মধ্যে। তবে কি 'আলো'র চরিত্র এখানেই শেষ? মন খারাপ হয়েছিল স্বীকৃতির অনুরাগীদের। এবার এল আরও এক মোড় ঘোরানো মুহুর্ত। নতুন প্রোমো'তে দেখা গেল, 'আদিত্য', 'রাধা'র কাছে তার মনের কথা বলতে যাচ্ছে। অন্যদিকে 'রাধা'ও অপেক্ষা করছে তার জন্য। হঠাৎই 'আদিত্য'র গাড়ির সামনে এসে পড়ে একটি মেয়ে। অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটিকে তাড়াতাড়ি তুলতেই 'আদিত্য' দেখে মেয়েটিকে পুরোপুরি 'আলো'র মতো দেখতে। তবে কি 'আলো' ফিরে এল? নতুন ভূমিকায় 'আলো'কে ফিরে পেয়ে খুশি দর্শক। এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে স্বীকৃতি মজুমদার-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "দর্শকের কাছে 'আলো' কীভাবে ফিরে এল সেটাই প্রশ্ন। ধারাবাহিকে নতুন ট্র্যাক শুরু হয়েছে। এর মধ্যেও রয়েছে টুইস্ট। দর্শক যেরকম ভাবছেন গল্প একেবারেই অন্যরকম কিছু দেখাবে। তার জন্য ধৈর্য ধরতে হবে।"
প্রসঙ্গত, কিছুদিন আগেই 'রাধা'র ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধু হিসেবে ধারাবাহিকে এন্ট্রি হয়েছিল অভিনেতা ঋষভ বসুর। আইনজীবীর চরিত্রে দেখা মিলেছিল অভিনেতার।
