সংবাদসংস্থা মুম্বই: বলিউড তারকা আলি ফজলের ফ্যান ফলোয়িং নিয়ে কোনও সন্দেহ নেই। অভিনয় দক্ষতায় মন জিতে নিয়েছেন তিনি দর্শকদের। শেষবার তাঁকে পর্দায় দেখা গেছে ওয়েব সিরিজ ‘খুফিয়া’তে। তবে এবার তার অভিষেক ঘটতে চলেছে দক্ষিণী ছবির জগতে। জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা মণি রত্নমের ‘থাগ লাইফ’ সিনেমায় অভিনয় করছেন অভিনেতা। ছবিতে প্রখ্যাত অভিনেতা কমল হাসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলি ফজল বলেন, ভারতীয় সিনেমার দুই অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন তিনি।

মণি রত্নমের পরিচালনা জীবনে বিশেষ ভূমিকা নিয়ে থাকবে আসন্ন এই ছবি, এমনটাই জানাচ্ছেন নির্মাতারা। তবে এখনও পর্যন্ত অভিনেতার চরিত্রটি ঠিক কেমন হতে চলেছে তা জানা যায়নি। মুম্বই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই ছবিতে অভিনয় প্রসঙ্গে আলি ফজল বলেন, ‘থাগ লাইফ"-এর জন্য পরিচালক তাঁর কথা যে ভেবেছেন তাতেই তিনি কৃতজ্ঞ। এই ছবির অংশ হতে পেরে খুব উচ্ছ্বসিত তিনি।সিনেমার ক্যানভাসে নতুন কিছু তুলে ধরবেন বলে আশাবাদী অভিনেতা। কমল হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলি বলেন, ওঁর সঙ্গে কাজ করা ও স্ক্রিপ্ট শেয়ার করাটা খুবই সম্মানের।
জানা যাচ্ছে, এই ছবির জন্য প্রযোজনার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘ সময় পর পরিচালক মণি রত্নম ও কমল হাসান একসঙ্গে জুটি বাঁধতে দেখছেন দর্শক। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই প্রেক্ষাগৃহে দেখা যাবে মণি রত্নমের বহু কাঙ্ক্ষিত সিনেমা "থাগ লাইফ"।