আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
আসছে 'নায়ক ২'?
দুর্নীতির বিরুদ্ধে লড়তে একদিনের মুখ্যমন্ত্রী হয়ে বদলে দিয়েছিলেন গোটা রাজ্যের ভোল। বলিউডের সেই কালজয়ী সিনেমা ‘নায়ক’-এর কথা আজও সিনেপ্রেমীদের মুখে মুখে ঘোরে। আর এবার সেই সিনেমা ঘিরেই সামনে এল এক বড়সড় চমক। জানা যাচ্ছে, মুক্তির ২৫ বছর পর ছবিটির স্বত্ব বা কপিরাইট নিজের নামে করে নিলেন অভিনেতা অনিল কাপুর। বলিউড অন্দরমহলের গুঞ্জন, ছবির প্রযোজক এ এম রত্নমের থেকে সমস্ত আইনি অধিকার কিনে নিয়েছেন অনিল। আর এই খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন— তবে কি এবার ‘নায়ক ২’-এর পালা? সূত্রের খবর, অনিল কাপুর দীর্ঘকাল ধরেই এই ছবির একটি সিক্যুয়েল বা রিমেক করার কথা ভাবছিলেন। কিন্তু কবে সেটা আসতে চলেছে তা এখনও পর্যন্ত খোলসা হয়নি।
বাগদান সারলেন সলমনের ভাগ্নে
সলমন খানের ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের প্রেমিকা টিনা রিজওয়ানির সঙ্গে আংটি বদল করলেন তিনি। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন স্বয়ং অয়ন। ইনস্টাগ্রামে বেশ কিছু অন্তরঙ্গ ও সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেছেন নবদম্পতি। কোনও ছবিতে দেখা যাচ্ছে আতশবাজির রোশনাইয়ের নিচে একে অপরকে জড়িয়ে ধরে আছেন তাঁরা, আবার কোনও ছবিতে টিনা তাঁর হিরের আংটিটি দেখাচ্ছেন। অয়ন অগ্নিহোত্রী হলেন সলমনের বোন অলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রীর পুত্র। তাঁর দিদি আলিজে অগ্নিহোত্রী ইতিপূর্বেই বলিউডে পা রেখেছেন 'ফারে' সিনেমার মাধ্যমে। তবে অয়ন বেছে নিয়েছেন সঙ্গীতের দুনিয়া। সম্প্রতি মামা সলমন খানের সঙ্গে ‘ইউ আর মাইন’ গানে কাজ করেছেন তিনি।
'বর্ডার ২'-এর গানে অক্ষয়?
'ধুরন্ধর' মুক্তি পাওয়ার পর থেকেই নেটমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন অক্ষয় খান্না। সোশ্যাল মিডিয়ায় এখন তাঁকে নিয়ে চর্চার শেষ নেই, আর ছবিটির সাফল্যের সাথে সাথে তাঁর অনুরাগী সংখ্যাও ক্রমে বাড়ছে। এই উত্তেজনার মাঝে অক্ষয় খান্নাকে নিয়ে একটি বিশেষ খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা হল 'বর্ডার ২' ছবির 'ঘর কব আওগে' গানটিতে তাঁর উপস্থিতি। ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, অক্ষয় খান্না তাঁর সহকর্মীদের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। এই গানটিতে সানি দেওল, বরুণ ধওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আ
অহন শেঠিকে দেখা গেলেও, অক্ষয়কে নিয়ে তৈরি এই ছবিগুলো ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল।সোশ্যাল মিডিয়ায় অক্ষয় খান্নার যে ছবিগুলো ঘুরছে, সেগুলো আসলে সত্যি নয়। বাস্তবে এই ছবিগুলো হয় এআই দিয়ে তৈরি অথবা ফটোশপ করা। আসলে গানটিতে অন্য একজন অভিনেতা আছেন যার মাথার সামনের অংশ অক্ষয়ের মতোই চুলহীন, আর সেই মিলের কারণেই নেটিজেনরা অক্ষয় খান্নার ছবি বলে এগুলো শেয়ার করছেন। তবে অনেকেই মনে করছেন 'বর্ডার ২' ছবিতে অক্ষয় খান্নার একটি ক্যামিও রয়েছে। তিনি এই ছবিতে সেকেন্ড লেফটেন্যান্ট ধর্মবীর সিং ভাকরি-র চরিত্রে অভিনয় করবেন বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।
