সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত কমেডি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে বাড়ছে ধোঁয়াশা। ছবির মুক্তি হওয়ার কথা ছিল ২০২৪-এর ২০ ডিসেম্বর, কিন্তু শুটিং থেমে যাওয়ার খবরে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন। সূত্র বলছে, অর্থনৈতিক সমস্যা ও বকেয়া পারিশ্রমিক ঘিরে দেখা দিয়েছে বিপত্তি। এমনকি ছবির কয়েকজন অভিনেতা ও তাঁদের ব্যক্তিগত কর্মীদের পারিশ্রমিক নাকি এখনও মেটানো হয়নি!

 

ছবি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর কাশ্মীরে শুটিং পরিকল্পনা থমকে যায়। ছবির ৭০ শতাংশ কাজ শেষ হলেও, বাকি অংশ শুট হওয়ার কথা ছিল কাশ্মীরেই। কিন্তু সন্ত্রাসবাদী ঘটনার জেরে পুরো ছক বদলে যায়।সাড়ে এক বছর ধরে শুটিং চলছে, অথচ তা শেষ আর হচ্ছেই না। ক্রমাগত শুটিং শিডিউল পিছিয়েই যাচ্ছে। সূত্র বলছে, শেষ শিডিউল হয়েছিল আগস্ট ২০২৩-এ। এরপর প্রায় ৯–১০ মাস কেটে গেলেও এ ছবির কোনও অগ্রগতি হয়নি। ফিসফাস, কিছু অভিনেতা ইতিমধ্যেই ছবিটি ছেড়ে দিয়েছেন, আবার অনেকে শুধুই ফ্র্যাঞ্চাইজির প্রতি ভালবাসা থেকে এখনও রয়ে গিয়েছেন ।

 

অন্য এক সূত্র জানিয়েছে, “ ‘ওয়েলকাম’ একটি  জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। দর্শকের ভালবাসা কুড়িয়েছ।  অভিনেতারা তাই নিজের শিডিউল অ্যাডজাস্ট করে শেষ করতে চাইছেন। কিন্তু তাঁদের বকেয়া টাকা মেটানো না হলে সেটা কতটা সম্ভব, বোঝা যাচ্ছে না।

 


ছবির নাম দেখে বোঝাই যায়—এ এক আস্ত তারকার জঙ্গল! অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন সুনীল শেট্টি, রবিনা ট্যান্ডন, দিশা পটানি, লারা দত্ত, আফতাব শিবদাসানি, জ্যাকি শ্রফ, জনি লিভার, রাজপাল যাদব, মিকা সিং, তুষার কাপুর, শ্রেয়স তলপাড়ে, কিকু শারদা, দালের মেহেন্দি সহ ২০ জনেরও বেশি তারকা। তবু, এত বড় প্রজেক্ট আর ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎএখন ভীষণ অনিশ্চিত! প্রশ্ন কিন্তু উঠছে বলিউড মহলেই। যেখানে ‘ওয়েলকাম’ এবং ‘ওয়েলকাম ব্যাক’ - এই দুই ছবিই বক্স অফিসে হিট, সেখানেই এই তৃতীয় ছবি কি তৈরি হওয়ার আগেই ধাক্কা খেল? প্রযোজক সংস্থা বা অভিনেতাদের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

 

পাহাড় পেরিয়ে এই জঙ্গল থেকে আদৌ প্রেক্ষাগৃহে আসবে তো এই ছবি?