সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি একটি অনুষ্ঠানে বলিউডের প্রবীণ অভিনেত্রী ও রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন প্রকাশ্যে ব্যঙ্গ করেন অক্ষয় কুমারের ২০১৭ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'টয়লেট: এক প্রেম কথা'-কে। ছবির নাম শুনেই তিনি বলে বসেন—"এ রকম নামের ছবি আমি কোনওদিন দেখব না!" শুধু তাই নয়, ছবিটিকে সরাসরি ‘ফ্লপ’ বলেও মন্তব্য করেন তিনি।

 

কিন্তু বাস্তব বলছে অন্য কথা। টয়লেট: এক প্রেম কথা শুধুই বক্স অফিসে হিট নয়, এটি ছিল গ্রামাঞ্চলে শৌচাগারের প্রয়োজনীয়তার প্রচার ব্যবস্থা নিয়ে সামাজিক একটি প্রয়াস। আর ঠিক সেই কারণেই জয়ার এই মন্তব্যে নেটদুনিয়ায় শুরু হয় ঝড়। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষই প্রশ্ন তোলেন— সমস্যার মূলে ছবি, না তার নাম?

 

এই বিতর্কের মাঝেই অবশেষে মুখ খুললেন অক্ষয় কুমার। তাঁর আসন্ন ছবি কেশরী চ্যাপ্টার ২ এর এক প্রচার অনুষ্ঠানে, যখন তাঁকে জয়ার এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়, অক্ষয়ের জবাব ছিল সংযত, স্মার্ট এবং ভীষণ মানবিক।অক্ষয় বলেন, “ যদি ‘টয়লেট: এক প্রেম কথা’ বানিয়ে আমি কোনও ভুল করে থাকি, আর উনি (জয়া বচ্চন) যদি বলেন সেটা ঠিক নয়, তাহলে ধরে নিই উনিই ঠিক।” এর সঙ্গে তিনি যোগ করেন—“আমি এইসব ছবি- ‘প্যাড ম্যান’, ‘এয়ারলিফ্ট’, কেশরী’  সবই মন থেকে বানিয়েছি। আর এগুলো সমাজের কথা-ই বলে। কেউ যদি এগুলোর সমালোচনা করে, তাহলে সেটা তার নিরেট বোকামি।”

 

একদিকে যেখানে বলিউডে ব্যক্তিগত আক্রমণের রেওয়াজ বেড়ে চলেছে, সেখানে অক্ষয়ের এই ধৈর্য, সম্মানজনক জবাব ও আত্মবিশ্বাস যেন অনেক বেশি প্রাপ্তবয়স্ক মানসিকতার প্রতিচ্ছবি। তবে এখানেই থামেনি সেই আলোচনা। অনেকেই মনে করছেন, একজন বর্ষীয়ান শিল্পী হিসেবে জয়া বচ্চনের এই ধরনের মন্তব্য শুধু অক্ষয়ের দিকেই নয়, বরং সমাজ সচেতন সিনেমার দিকেও একপ্রকার অবজ্ঞা।


অক্ষয় অনুরাগীদের একাংশের মতে, স্রেফ একটি ছবির নাম নিয়েই এত বছর পরেও যদি এতো আলোড়ন হয়, তাহলে বোঝাই যায়—‘টয়লেট: এক প্রেম কথা’ শুধু সিনেমা নয়, এটা আজও এক সামাজিক আলোচনার নাম।