আজকাল ওয়েবডেস্ক: মিনি নিলামে দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২৫.২০ কোটি টাকা দিয়ে কেকেআর ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে। 

অন্যদিকে ১৮ কোটি  টাকা খরচ করে পাথিরানাকে দলে নিয়েছে কলকাতা। 

আগামী আইপিএলে কি নাইট নেতা হিসেবে দেখা যাবে অজিঙ্কে রাহানেকে? 

ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজেও নিশ্চিত করে  বলতে পারছেন না আগামী আইপিএলে অজিঙ্ক রাহানের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে কিনা। 

গত মরশুমে রাহানের নেতৃত্বে কলকাতা অষ্টম হয়।  আইপিএল চলাকালীন রাহানের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ভক্তরা। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র  পাঁচটিতে জেতে কেকেআর। 

এবার মিনি নিলামের আগেই অনেক ক্রিকেটারকে ছেড়ে দেয় কলকাতা। নিলামে ১৩টি জায়গা ভরাট করার ছিল। হাতে ছিল ৬৪ কোটি টাকা। সেই অর্থ দিয়ে যে দল গড়েছে কেকেআর, তার ভারসাম্য রয়েছে। 

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ''কেকেআর-এর দলটা দুর্দান্ত। আমি নিজেও জানি না অজিঙ্ক রাহানে নেতৃত্ব দেবে কিনা।'' 

অশ্বিন আরও বলেন, ''কলকাতা ভেঙ্কটেশ আইয়ারের পিছনে ছোটেনি।  আমার মনে হয় ক্যামেরন গ্রিন ওপেন করবে। রাহানে ওপেনও করতে পারে আবার তিন নম্বরেও ব্যাট করতে পারে। পাথিরানার কাছ থেকে কীভাবে সেরাটা বের করা যায়, সেটাই এখন কেকেআর-এর কাছে বড় চ্যালেঞ্জের। পাথিরানা এবং রহস্য স্পিনারকে দিয়ে আটকে রাখলে রান কীভাবে তুলবে প্রতিপক্ষ। কেকেআর এবার দুর্দান্ত দল গড়েছে।'' 

একদিকে ক্যামেরন গ্রিন। অন্যদিকে পাথিরানা। সেই সঙ্গে মুস্তাফিজুর। যাঁদের রিটেন করা হয়েছে, তাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। সব মিলিয়ে এবারের কেকেআর দলের ভারসাম্য বেশ ভাল। সমর্থকরা নাইটদের নিয়ে আশা করতেই পারে।