সংবাদ সংস্থা মুম্বই: মাধুরী দীক্ষিত মানেই মনকেমন করা সৌন্দর্য। আর সেই যাদুতে একদিন কাবু হয়ে বসেছিলেন বলিউডের 'মাচো ম্যান' অজয় দেবগণ! ‘টোটাল ধামাল’ ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে অজয় নিজেই খোলসা করেছিলেন মাধুরীর সঙ্গে তাঁর এক পুরোনো, রোম্যান্টিক এবং মজার ঘটনা।
ঘটনাটি ‘ইয়ে রাস্তে হ্যায় প্যার কে’ ছবির সময়কার। ইউনিটের সঙ্গে বসে চা পান করছিলেন অজয়। সঙ্গে চলছিল দেদার ধূমপান। হঠাৎই সেখানে এসে হাজির হন মাধুরী— তাঁর আগুনে রূপে। আর তাঁকেই এক দৃষ্টিতে দেখার ফাঁকে বেখেয়ালে উল্টো করে মুখে চেপে বসান সিগারেট!অজয়ের কথায় “আমার চিবুকের পাশে এখনও একটা দাগ আছে। ওকে দেখছিলাম আর ভুল করে সিগারেটটা উলটো লাগিয়ে ফেলি। সেটা এখন ওরই স্মৃতি হয়ে গেছে!” এই গল্প শুনে পশে বসে মাধুরী হেসে জবাব দিয়েছিলেন - “আমার স্মৃতি বয়ে ঘুরে বেড়াচ্ছো এখন!”
১৯৯৯ সালে মাধুরী বিয়ে করেন ডাঃ শ্রীরাম নেনে-কে, আর অজয় বিয়ে করেন অভিনেত্রী কাজল-কে। দুই জুটি এখন সুখী দাম্পত্য জীবন ও সন্তানদের নিয়ে ব্যস্ত। অজয় এখন ব্যস্ত ‘রেইড ২’ নিয়ে যা মুক্তি পাবে ২০২৫ সালের ১ মে। পাশাপাশি আসছে ‘দে দে প্যায়ার দে ২’ এবং ‘সন অফ সরদার ২’।
 
 উল্লেখ্য, সম্প্রতি অজয়ের জন্মদিনে স্ত্রী কাজল যেমন ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন, তেমনই তাঁর মজাদার শুভেচ্ছা পোস্টে হাসিতে ফেটে পড়েছিলেন ভক্তরা! ইনস্টাগ্রামে অজয়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন কাজল। ছবির ক্যাপশনে কাজল লেখেন, “সব কুল মানুষই আগস্টে জন্মায়, কিন্তু তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও দোষ নেই আর ধন্যবাদ, সবসময় আমার থেকে বেশি বয়স্ক থাকার জন্য!”কাজল নিজে আগস্টের ৫ তারিখে জন্মেছিলেন, আর সেই কথার রসিকতাই ফুটে উঠেছে ক্যাপশনে! পোস্টটি দেখে এক ভক্ত লিখেছেন, “আপনার সেন্স অফ হিউমারই অজয় স্যারের সুখের আসল চাবিকাঠি! জন্মদিনের শুভেচ্ছা!”
