নিজস্ব সংবাদদাতা: রবিবার থেকেই সরগরম টলিপাড়া। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। জখমদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়েছে। আপাতত পুলিশি হেফাজতে।  স্থানীয় বাসিন্দারা সে দিন তাঁর গাড়ি থেকে নামিয়ে এনেছিলেন অভিনেত্রী ঋ সেন এবং শ্রিয়া বসু নামে এক মহিলাকেও। জানা গিয়েছে, শ্রিয়া এক বেসরকারি চ্যানেলের কার্যকরী প্রযোজক। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, শুধু চালক নয়, গাড়িতে মত্ত অবস্থায় যাঁরা ছিলেন সকলকে কেন শাস্তি দেওয়া হবে না? এবার সেই গাড়িচাপা কাণ্ডের জেরে 'ভিডিও বৌমা' ধারাবাহিক থেকে বাদ পড়লেন অভিনেত্রী ঋ সেন এবং ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা! শোনা যাচ্ছে, সমাজমাধ্যমে ওঠা বিপুল বিতর্কের জেরেই চ্যানেল কর্তৃপক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ঘটনার পরের দু'দিন শুটিং করেন স্যান্ডি সাহা, তবে ফ্লোরে দেখা যায়নি ঋ-কে। 

 


শনিবার রাতে শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এরপর সবাই মিলে আরিয়ানের বাড়িতে হাজির হন। তারপর ফেরার পথেই ওই গাড়ি দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ)। তবে তখন ওই গাড়িতে আরিয়ান এবং স্যান্ডি ছিলেন না। 

 


সারারাত পার্টি করার পর আরিয়ানের গাড়ি করে শুটিং ফ্লোরে চলে আসেন স্যান্ডি ও আরিয়ান। অন্যদিকে, অভিযুক্ত পরিচালক ভিক্টোর গাড়িতে ছিলেন ঋ এবং শ্রিয়া। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চলে যান ঋ, তবে পুলিশ এসে দেখতে পান ভিক্টো এবং শ্রিয়াকে। এই ঘটনা দুদিনের মধ্যেই চ্যানেল ও প্রযোজনা সংস্থার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হল যে তাদের ধারাবাহিক থেকে বাদ দেওয়া হচ্ছে স্যান্ডি ও ঋ-কে। তবে তাঁদের করা এই চরিত্রে এবার কাদের দেখা যাবে, তা এখনও জানা যায়নি। ধারাবাহিকে আরিয়ানের সৎ মায়ের চরিত্রে ঋ এবং বন্ধুর চরিত্রে স্যান্ডি সাহা অভিনয় করছিলেন।